১২৫ তম শিল্ড ঘরে তুলল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। নির্ধারিত সময় পর্যন্ত ১-১ গোলের অমীমাংসিত ফলাফল থাকার পর এবার ৫-৪ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল সবুজ-মেরুন। মরসুমের প্রথম ট্রফি ঘরে আসায় খুশির আমেজ বাগান সমর্থকদের মধ্যে।
মোহনবাগানের তারকা ডিফেন্ডার মেহেতাব সিংয়ের দৌলতে প্রায় ২২ বছর পর এই ঐতিহাসিক খেতাব নিশ্চিত করল কলকাতা ময়দানের এই প্রধান। এই নিয়ে মোট ২০ বার আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হল গোষ্ঠ পাল সরণির এই ফুটবল ক্লাব। তবে এদিন ম্যাচের শুরু থেকেই ধরা দিয়েছিল এক অন্য পরিস্থিতি। প্রথম থেকেই দাপটের সাথে খেলতে শুরু করেছিল লাল-হলুদ শিবির। ঘন ঘন আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগে যথেষ্ট চাপ সৃষ্টি করেছিল অস্কার ব্রুজোর ছেলেরা। তারপর ম্যাচের বয়স বাড়ার সাথে সাথেই খেলার দখল নিতে দেখা যায় হোসে মোলিনার ছেলেদের।
তবে প্রথমার্ধের মাঝামাঝি সময় প্রায় ৩৬ মিনিটের মাথায় হামিদ আহদাদের গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। যদিও বেশিক্ষণ বজায় ছিল না সেই ফলাফল। একেবারে শেষের দিকে আপুইয়ার গোলে সমতায় ফিরে এসেছিল মোহনবাগান। পরবর্তীতে অর্থাৎ ম্যাচের দ্বিতীয়ার্ধে ও গোলের একাধিক সুযোগ এসে গিয়েছিল দুই দলের কাছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। যারফলে ১-১ গোলের অমীমাংসিত ফলাফলে শেষ হয় নির্ধারিত নব্বই মিনিট। তারপর অতিরিক্ত সময় অর্থাৎ আধঘন্টা খেলা হলেও অপরিবর্তিত ছিল ম্যাচের ফলাফল। যারফলে টাইব্রেকারে মধ্যে দিয়ে ম্যাচের নিষ্পত্তি ঘটে।
সেখানে ও প্রথম থেকেই উভয় দলের ফুটবলারার একের পর এক শটে গোল করলেও জয় গুপ্তার শট অনায়াসেই আটকে দিয়েছিলেন বাগান গোলরক্ষক বিশাল কাইথ। তারপর হিরোশি ইবুসুকি বল গোলে ঠেলে দলকে ম্যাচের মধ্যে রাখলেও শেষ পর্যন্ত মেহেতাব সিংয়ের দৌলতে খেতাব নিশ্চিত করে গতবারের আইএসএল জয়ীরা।