জয়ের ধারা অব্যহত মোহনবাগানেরজয়ের ধারা অব্যহত মোহনবাগানের
পরপর ম্যাচ দিতে চলেছে মোহনবাগানের (Mohun Bagan) জুনিয়র দল। আজও তার অন্যথা হয়নি।এ.আই.এফ.এফ. (AIFF) অনুস্থিত অনুর্দ্ধ ১৭ এলিট ইয়ুথ লিগে ঘরের মাঠে ৩-২ গোলে বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমি হারালো মোহনবাগান।
জোড়া গোল করেন ম্যাচের স্ট্রাইকার ববি সিং। ১০ মিনিটের মাথায় ববির গোল করে মোহনবাগানকে এগিয়ে দেয়। কিন্তু বিপক্ষ দলের ফিরদৌশিউদ্দিন আহমেদ সেই গোল শোধ করে দেন। রাজীব, রিন্টু প্রথমার্ধেই দুটি হলুদ কার্ড খায়। ফলে বিপক্ষ কিছু ভাবতে হয় কোচ দ্যাগী কার্ডজোকে। প্রথমার্ধের ৩৯ মিনিটের মাথায় সবুজ মেরুনের হাউকিপ আরও একটা গোল করেন। অতিরিক্ত সময়ে বিধাননগরের তপন বেসরা তাঁদের দ্বিতীয় গোলটি করেন।
5th WIN in a row for Deggie Cardozo’s Boys 💪🏻💚❤️ #JoyMohunBagan #MBFT https://t.co/gbZ9ixFIQI pic.twitter.com/EgWxfWvA3G
— MBFT : Mohun Bagan (@MBFT89) January 17, 2025
প্রায় ৪৬ মিনিটের মাথায় ববি ম্যাচের তৃতীয় অর্থাৎ অন্তিম গোলটি করেন। ম্যাচ শেষ হওয়ার আগে গত ম্যাচের গোলদাতা আদিত্য একটি হলুদ কার্ড হজম করে।
ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হয় ববি সিং।