ডুরান্ড কাপ থেকে ঘুরে দাঁড়াতে চাইবে Mohun Bagan

কলকাতা ফুটবল লিগে প্রত্যাশা মতো খেলতে পারছে না মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। প্রিয় দলের পারফরম্যান্স নিরাশ করেছে সমর্থকদের। সিএফএল ২০২৪-এর পয়েন্ট টেবিলের নিচের দিকে…

mohun bagan

কলকাতা ফুটবল লিগে প্রত্যাশা মতো খেলতে পারছে না মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। প্রিয় দলের পারফরম্যান্স নিরাশ করেছে সমর্থকদের। সিএফএল ২০২৪-এর পয়েন্ট টেবিলের নিচের দিকে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। আক্রমণ গড়ার ক্ষেত্রে সমস্যায় পড়েছে দল।

Durand Cup 2024: পরপর টুনামেন্ট জিতে মোহনবাগানের বিরুদ্ধে ডাউনটাউন হিরোস

   

তবে ডুরান্ড কাপ (Durand Cup 2024) একেবারে অন্য টুর্নামেন্ট। আগামী দিনে হতে চলা ইন্ডিয়ান সুপার লিগ, এশিয়ান টুর্নামেন্টের কথা ভেবে ডুরান্ডে ফুটবলারদের মাঠে নামাবে মোহনবাগান সুপার জায়ান্ট। রিজার্ভ দলের ফুটবলারদের পাশাপাশি ফার্স্ট টিমের ফুটবলারদের ম্যাচে দেখা যেতে পারে। কেউ কেউ প্রথমবারের মতো সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামতে পারেন।

তাছাড়া ডুরান্ড কাপের দিকে দলের হেড কোচ হোসে মোলিনার নজর থাকবে । তাঁর সঙ্গে থাকতে পারেন বাস্তব রায়। চলতি কলকাতা ফুটবল লিগ খেলছে মোহনবাগানের রিজার্ভ দল। দলের খারাপ পারফরম্যান্সের জন্য প্রশিক্ষক দেগি কার্দোজাকে সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে। সিএফএল-এ পরপর ম্যাচে পয়েন্ট নষ্ট করে চাপে পড়েছে সবুজ মেরুন ব্রিগেড। ডুরান্ড কাপের শুরুর দিকে জয় গঙ্গাপাড়ের তাঁবুতে নিয়ে আসতে পারে স্বস্তির বাতাস।

Durand Cup: মোহন-ইস্ট ছাড়াও ডুরান্ডে নজর কাড়তে পারে এই ৩ ম্যাচ

ডুরান্ড কাপে মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম ম্যাচ ডাউনটাউন হিরোস এফসি-র বিরুদ্ধে। ডাউনটাউন হিরোস এফসি কাশ্মীরের অন্যতম শক্তিশালী ক্লাব। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের তুলনায় ধারেভারে অনেকটা পিছিয়ে। ডুরান্ড কাপের প্রথম ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়তে চাইবে বাগান। গত মরসুমে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান।