গত সিজনের মতো এবারের ইন্ডিয়ান সুপার লিগে ও দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। পেট্র ক্র্যাটকির মুম্বাই সিটি এফসির বিপক্ষে অমীমাংসিত ফলাফলের মধ্যে দিয়ে টুর্নামেন্ট শুরু করতে হলেও সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছে সবুজ-মেরুন। গত অ্যাওয়ে ম্যাচে তিনটি গোলের ব্যবধানে তাঁরা পরাজিত করেছে শক্তিশালী কেরালা ব্লাস্টার্সকে। জোড়া গোল করেছেন অজি গোলমেশিন জেমি ম্যাকলারেন। সেই সুবাদে টুর্নামেন্টের অন্যান্য দলগুলিকে পিছনে ফেলে আইএসএলের লিগ শিল্ড জয়ের অনেকটাই কাছে পৌঁছে গিয়েছে মোহনবাগান।
বর্তমানে যা পরিস্থিতি তাঁতে বাকি তিনটি ম্যাচের মধ্যে আর একটিতে জয় আসলে অনায়াসেই শিল্ড নিশ্চিত হয়ে যাবে মেরিনার্সদের। আগামী ২৩ শে ফেব্রুয়ারি সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের পরবর্তী ম্যাচ। যেখানে সার্জিও লোবেরার ওডিশা এফসির বিপক্ষে খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। এখন এই ম্যাচের দিকেই নজর রয়েছে আপামর বাগান জনতার। গতবারের মতো এবারও টুর্নামেন্টের শিল্ড জয়ী হতে দেখার হাতছানি তাঁদের কাছে। সেইমতো নিজেদের প্রস্তুত করছেন দিমিত্রি পেত্রাতোস থেকে শুরু করে জেসন কামিন্সরা।
উল্লেখ্য, এই ম্যাচের জন্য আগে থেকেই অনলাইন টিকিট বিক্রি শুরু করে দিয়েছে বুক মাই শো। কিন্তু কবে থেকে মিলবে অফলাইন টিকিট? সেই নিয়ে উঠে আসলো নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, আগামী ২০ শে ফেব্রুয়ারি থেকে শুরু করে ২৩ শে ফেব্রুয়ারি পর্যন্ত মোহনবাগান ক্লাব তাঁবুতে মিলবে এই হাইভোল্টেজ ম্যাচের টিকিট। সেই দিন গুলিতে সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত টিকিট সংগ্রহ করতে পারবেন সমর্থকরা। তবে শুধুমাত্র ক্লাব তাঁবু নয়। আগামী ২০ থেকে ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত সল্টলেক স্টেডিয়াম থেকে ও টিকিট সংগ্রহ করতে পারবেন সমর্থকরা।
এক্ষেত্রে স্টেডিয়ামের চার নম্বর বক্স অফিস থেকে মিলবে ম্যাচ টিকিট। সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই সুবিধা ভোগ করতে পারবেন বাগান অনুরাগীরা। অফলাইন টিকিটের পাশাপাশি অনলাইন টিকিট রিডিম ও করা যাবে এই বক্স অফিস থেকে।