প্রিমিয়ার ডিভিশন লিগের শুরুটা এবার একেবারেই ভালো ছিল না মোহনবাগান (Mohun ) সুপার জায়ান্টের। প্রথম ম্যাচেই পরাজিত হতে হয়েছিল পুলিশ অ্যাথলেটিক ক্লাবের কাছে। এক কথায় যা বিরাট বড় ধাক্কা ছিল সমর্থকদের কাছে। তবে সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি সবুজ-মেরুনের। দ্বিতীয় ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স দলকে আটকে দিয়েছিল মেরিনার্সরা। তবে ছিল না সেই ধারাবাহিকতা। পরবর্তীতে বেশ কয়েকটি ম্যাচে পয়েন্ট নষ্ট করতে হয়েছিল ডেগি কার্ডোজোর ছেলেদের। তবে কালীঘাট মিলন সংঘকে আটকে দিয়ে ডার্বি ম্যাচে মাঠে নামলেও আসেনি জয়।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে পরাজিত হতে হয়েছিল বিনো জর্জের ইস্টবেঙ্গলের কাছে। একটা সময় সেই ম্যাচে পিছিয়ে থাকতে হলেও পরবর্তীতে সমতায় ফিরেছিল সুহেলরা। কিন্তু অনায়াসেই পরবর্তীতে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিলেন ডেভিড লালহানসাঙ্গা। তারপর আর ম্যাচে ফিরে আসা সম্ভব হয়নি। তবে সেই হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোই এখন অন্যতম লক্ষ্য কলকাতা ময়দানের এই প্রধানের। সেইমতো গত কয়েকদিন ধরেই গোটা দলকে প্রস্তুত করছেন বাগান কোচ।
নয়া ম্যাচ সূচি অনুসারে আগামী ১৩ই আগস্ট মেসার্স ক্লাবের বিপক্ষে খেলতে নামবে মোহনবাগান। এদিন ও বিকেল তিনটে থেকে শুরু হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ। এখন এই ম্যাচ থেকেই দলকে পুনরায় ছন্দে ফেরানোর লক্ষ্য থাকবে ডেগি কার্ডোজোর। পূর্ব ঘোষণা অনুযায়ী মোহনবাগান ক্লাবের মাঠে এই ম্যাচ আয়োজনের কথা থাকলেও সেটা হচ্ছে না এবার। নয়া তথ্য অনুযায়ী ক্লাব টেন্টের মাঠে এই ম্যাচ আয়োজনের অনুমতি মেলেনি। যারফলে নির্ধারিত সময়ের মধ্যেই নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে এই ম্যাচ।
ডুরান্ড কাপে সিনিয়র দলের দাপুটে পারফরম্যান্সের পাশাপাশি এবার এই ঘরোয়া ফুটবল লিগে দলের ছন্দ ফেরানোর লক্ষ্য সকলের।