খারাপ আবহাওয়ার জেরে বাতিল হল মোহনবাগানের ম্যাচ

    সিএফএলের (Calcutta Football League) সূচি অনুযায়ী শুক্রবার কালীঘাট স্পোর্টস লাভার্সের বিরুদ্ধে খেলার কথা ছিল মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan vs Kalighat Sports Lovers)। তবে…

Mohun Bagan vs Kalighat Sports Lovers Match Cancelled in Calcutta Football League

short-samachar

   

সিএফএলের (Calcutta Football League) সূচি অনুযায়ী শুক্রবার কালীঘাট স্পোর্টস লাভার্সের বিরুদ্ধে খেলার কথা ছিল মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan vs Kalighat Sports Lovers)। তবে প্রবল বৃষ্টির জেরে বাতিল হয়ে গিয়েছে সেই ম্যাচ। বারাকপুর স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজনের কথা থাকলেও পরবর্তীতে জানানো হবে এই ম্যাচের দিনক্ষণ।

উল্লেখ্য, এবারের কলকাতা ফুটবল লিগে খুব একটা ছন্দে নেই মোহনবাগান। ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্ৰুপ পর্বের ৫ নম্বরে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। ডেগি কার্ডোজোর তত্ত্বাবধানে এই টুর্নামেন্টের অভিযান শুরু করেছিল টাইসন সিং’রা। কিন্তু সময় যতো এগিয়েছে ততই পিছিয়ে পড়তে হয়েছে ময়দানের এই প্রধান দলকে‌।

এমনকি মরসুমের প্রথম ডার্বি ম্যাচে ও পরাজিত হতে হয় চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের কাছে। যা নিয়ে তীব্র অসন্তোষ দেখা দেয় ম্যানেজমেন্টের অন্দরে। এই পরিস্থিতিতে ফিরিয়ে আনা হয় জুনিয়র দলের প্রাক্তন কোচ বাস্তব রায়কে‌। তাঁর তত্ত্বাবধানেই ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা মেরিনার্সদের।

শুক্রবারের ম্যাচ বাতিল করার দরুণ, আগামী ৫ই আগস্ট নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে ইস্টার্ন রেলওয়ে দলের বিপক্ষে মাঠে নামতে চলেছে মেরিনার্সরা।