HomeSports Newsটাটানগরীতে জামশেদপুরের মুখোমুখি মোহনবাগান, এক নজরে দলের একাদশ

টাটানগরীতে জামশেদপুরের মুখোমুখি মোহনবাগান, এক নজরে দলের একাদশ

- Advertisement -

মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় সেমিফাইনাল। টাটা স্পোর্টস কমপ্লেক্সে শক্তিশালী জামশেদপুর এফসির (Jamshedpur FC) বিপক্ষে খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেদিকে নজর রয়েছে দেশের আপামর ফুটবলপ্রেমী মানুষদের। দ্বিতীয় লেগের লড়াইয়ের আগে অ্যাওয়ে ম্যাচে জয় সুনিশ্চিত করে অ্যাডভান্টেজে থাকাই এখন অন্যতম লক্ষ্য বাগান কোচ জোসে মোলিনা‌র। গত কয়েক সপ্তাহ ধরে সেইভাবেই প্রস্তুত করছেন গোটা দলকে। তবে চোট আঘাতের সমস্যা যথেষ্ট চিন্তায় রাখছে সকলকে।‌

সেই সমস্ত কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে জয় সুনিশ্চিত করাই প্রধান লক্ষ্য টানা দুইবারের লিগ শিল্ড জয়ীদের। সেক্ষেত্রে অন্যান্য দিনের মতো আজও দলের তিন কাঠির দায়িত্বে রয়েছেন বিশাল কাইথ। পাশাপাশি রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন যথাক্রমে টম অলড্রেড, আলবার্তো রদ্রিগেজ, আশীষ রাই, এবং শুভাশিস বসু। মাঝমাঠের দখল নেওয়ার জন্য থাকছেন দীপক টাংড়ি, লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ এবং অনিরুদ্ধ থাপা। এছাড়াও আক্রমণের ঝড় তোলার জন্য থাকছেন গ্ৰেগ স্টুয়ার্ট সহ অজি বিশ্বকাপার জেসন কামিন্স।

   

আপাতত রিজার্ভ বেঞ্চে থেকেই শুরু করতে চলেছেন দিমিত্রি পেত্রাতোস থেকে শুরু করে জেমি ম্যাকলারেন এবং আশিক কুরুনিয়ানের মতো ফুটবলাররা। এছাড়াও রয়েছেন অভিষেক সূর্যবংশী ও দ্বীপেন্দু বিশ্বাসের মতো ফুটবলাররা। পরিস্থিতি অনুযায়ী পরবর্তীতে তাঁদের মাঠে নামানোর সিদ্ধান্ত নিতে পারেন বাগান কোচ।‌

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular