সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতবারের মতো এবারও ডুরান্ড কাপের মধ্য দিয়ে শুরু হয়েছে ফুটবল মরসুম। পুরনো ছন্দ বজায় রেখে নর্থইস্ট ইউনাইটেড চূড়ান্ত সাফল্য লাভ করলেও হাড্ডাহাড্ডি লড়াই করেছিল কলকাতা ময়দানের দুই প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব । ভিন্ন ভিন্ন গ্রুপে থাকলেও প্রতিপক্ষ দলগুলিকে কার্যত নাস্তানাবুদ করে দিয়েছিল মোহন-ইস্ট। তারপর হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালের সাক্ষী থেকেছিল
গোটা দেশের ফুটবলপ্রেমী মানুষ। শেষ পর্যন্ত বাজিমাত করেছিল অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল ক্লাব। পরবর্তীতে সেমিতে ছিটকে যেতে হলেও ডার্বি জয় নিঃসন্দেহে বিরাট বড় পাওনা সমর্থকদের কাছে।
Read More: ফুটবলার নিয়ে ফেডারেশন বনাম ক্লাব সংঘাতে ইস্যুতে ‘বিস্ফোরক’ জামিল
আর কিছু সপ্তাহ বাকি। তারপরেই শুরু হবে সুপার কাপ। গত কয়েকদিন আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল সেই বিষয়টি। অবশেষে আজ সামনে এসেছে টুর্নামেন্টের গ্রুপ বিন্যাস। সেই অনুযায়ী গ্ৰুপ ‘এ’তে স্থান পেয়েছে কলকাতা ময়দানে দুই প্রধান (Mohun Bagan vs East Bengal Super Cup 2025)। এছাড়াও বাকি দুইটি দলের মধ্যে রয়েছে অভিষেক বচ্চনের চেন্নাইয়িন এফসি এবং আইলিগের শক্তিশালী ফুটবল ক্লাব রিয়াল কাশ্মীর এফসি। অর্থাৎ সুপার কাপের গ্রুপ পর্বেই এবার হাইভোল্টেজ ডার্বি ম্যাচের সাক্ষী থাকতে চলেছে ফুটবলপ্রেমীরা। কিন্তু কবে আয়োজিত হতে পারে এই ম্যাচ। বিভিন্ন মাধ্যম সূত্রে খবর সব ঠিকঠাক থাকলে আগামী ৩১শে অক্টোবর মুখোমুখি হতে পারে দুই শক্তিশালী দল।
যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি এই বিষয়টি। তবে মনে করা হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে সমস্ত কিছু। বলাবাহুল্য, এই নতুন সিজনের শুরু থেকেই ডার্বি ম্যাচে পড়শী ক্লাবকে টেক্কা দিয়েছে ইস্টবেঙ্গল। প্রিমিয়ার ডিভিশন লিগ তথা কলকাতা লিগের ডার্বি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় পেয়েছিল মশাল ব্রিগেড। তারপর ডুরান্ডের সিনিয়র ডার্বিতে ও শেষ হাসি হেসেছিল অস্কার ব্রুজোর ছেলেরা। এবার সুপার কাপে ও সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য থাকবে সৌভিক চক্রবর্তীদের। কিন্তু কাজটা যে এবার খুব একটা সহজ হবে না সেটা বলাই চলে। বর্তমানে আগের থেকে অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছে মোহনবাগান।
তাঁদের টেক্কা দিতে গেলে কার গান ছুটে যাওয়ার মত পরিস্থিতি তৈরি হতে পারে লাল-হলুদের। অন্যদিকে, গত দুইটি ডার্বির ব্যর্থতা কাটিয়ে এবার ঘুরে দাঁড়াতে চাইবে হোসে মোলিনার ছেলেরা। সেক্ষেত্রে দিমিত্রি পেত্রাতোসের পাশাপাশি রবসন রবিনহোর মতো ফুটবলারদের উপর বিশেষ প্রত্যাশা থাকবে সকলের।
📌 সম্ভাব্য গেমচেঞ্জাররা:
- Mohun Bagan → Dimitri Petratos, Robson Robinho
- East Bengal → Cleiton Silva, Souvik Chakraborty
🔑Mohun Bagan vs East Bengal Super Cup 2025,Kolkata Derby Super Cup,Mohun Bagan East Bengal Derby date

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
