Mohun Bagan vs East Bengal: বাগানের এই দুর্বলতার সুযোগ নিলেই ইস্টবেঙ্গলের বাজিমাত!

Mohun Bagan vs East Bengal

দুরন্ত ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল। কলকাতা ফুটবল লিগের ব্যাক টু ব্যাক ম্যাচে পেয়েছে জয়। সামনে এবার মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগান চলতি সিএফএল=এ এখনও একটিও ম্যাচ জিততে পারেনি। তাদের একটি দুর্বলতার সুযোগ নিয়ে বড় ম্যাচে (Mohun Bagan vs East Bengal) বাজিমাত করতে পারে ইস্টবেঙ্গল।

Advertisements

Dipendu Biswas: আট ম্যাচেই ছিল চমক, কলকাতা ফুটবল মানেই বর্তমান ছাপিয়ে এখনও উজ্জ্বল সেই দীপেন্দু

ইস্টবেঙ্গল পরপর দুই ম্যাচে জিতেছে, পেয়েছে পুরো পয়েন্ট। অন্য দিকে মোহনবাগান সুপার জায়ান্ট জিততে না পারলেও, হারেনি। দুই ম্যাচেই ড্র করেছে। গোল দিলেও লিড ধরে রাখতে পারেনি সবুজ মেরুন ব্রিগেড। রেনবোর বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচ শেষ করেছিল ২-২ স্কোরলাইন। ভবানীপুর-মোহনবাগান ম্যাচের স্কোরলাইন ছিল ১-১।

Advertisements

অন্য দিকে ইস্টবেঙ্গলের দুই ম্যাচেই হয়েছে বেশ কিছু গোল। দুই ম্যাচ মিলিয়ে দশ গোল দিয়েছে লাল হলুদ ব্রিগেড। গোল হজম করে পিছিয়ে পড়ার পরেও ম্যাচে ফিরে এসে জয়লাভ করেছে মশাল বাহিনী। টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ৭-১ গোলে জয়লাভ করেছিল ইস্টবেঙ্গল, জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে পুরো পয়েন্ট নিশ্চিত করে লাল হলুদ ব্রিগেড।

East Bengal Match: ভূমিপুত্ররা ঘোরাল ইস্টবেঙ্গল ম্যাচের মোড়

ইস্টবেঙ্গলের আক্রমণভাগ যে বেশ ধারাল সেটা দুই ম্যাচে বোঝা গিয়েছে। মোহনবাগান গোল করতে পারলেও গোল ধরে রাখার ক্ষেত্রে মুন্সিয়ানা দেখাতে পারেননি বাগান ফুটবলাররা। নতুন কোচের অধীনে ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার অভাব রয়েছে। মোহনবাগানের ডিফেন্স লাইনে এখনও জমাটি হয়নি রাজ বাস্ফোর, সাইন দাস জুটি। বড় ম্যাচে কঠিন পরীক্ষার মুখে পড়তে পারে মোহনবাগান। যদিও ডার্বি ম্যাচের আগে কিছুই নিশ্চিত করে বলা সম্ভব নয়।