নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার সন্ধ্যায় আইএসএলের দশম ম্যাচ খেলতে নেমেছে মোহনবাগান (Mohun Bagan ) সুপার জায়ান্ট। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁদের লড়াই করতে হচ্ছে শক্তিশালী চেন্নাইয়িন এফসির সঙ্গে। ঘরের মাঠে ম্যাচ থাকায় প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছে জেমি ম্যাকলারেনদের। তবে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি ওয়েন কোয়েলের ছেলেরা। সুযোগ মতো বাগান রক্ষণভাগে হানা দেন উইলমার জর্ডন গিলরা। তবে বাগানের জমাটবাঁধা ডিফেন্স ভেঙে গোল করা কার্যত অসম্ভব ছিল দক্ষিণের এই ফুটবল ক্লাবের কাছে।
তবে প্রথমার্ধেই গোল করে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন ভারতীয় উইঙ্গার লিস্টন কোলাসো। তবে রায়ান এডওয়ার্ডদের টেক্কা দিয়ে গোল তুলে আনতে কার্যত ব্যর্থ থাকেন সবুজ-মেরুনের এই তারকা ফুটবলার। নাহলে অনায়েসেই এক গোলের ব্যবধানে এগিয়ে যেতে পারত কলকাতা ময়দানের এই প্রধান। কিন্তু সেটা সম্ভব হয়নি। পরবর্তীতে মাঝমাঠ থেকে আক্রমণ শানিয়ে গোল তুলে নেওয়ার চেষ্টা করলেও সেটা সম্ভব হয়নি দিমিত্রি পেত্রাতোসদের।
গোলশূন্য ব্যবধানে প্রথমার্ধ শেষ হলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়াতে মরিয়া দুই দল। সেইমত চলছে তুল্যমূল্য লড়াই। গত জামশেদপুর ম্যাচে অনবদ্য গোল করে সকলকে চমকে দিয়েছিলেন জাতীয় দলের এই তারকা ফুটবলার। সেই ধারা বজায় রেখে এবারও গোল পাওয়ার লক্ষ্য লিস্টনের। অন্যদিকে, দক্ষিণের ডার্বিতে শক্তিশালী কেরালা ব্লাস্টার্সের কাছে পরাজিত হওয়ার পর বাগান ব্রিগেডকে আটকানোই অন্যতম চ্যালেঞ্জ ওয়েন কোয়েলের।
ইতিমধ্যেই পঞ্চম কোয়ার্টারে গিয়ে পৌঁছেছে এই ম্যাচ। এখনো পর্যন্ত গোলশূন্য করা ফলাফল থাকলে। ভুল করে দলকে এগিয়ে নিয়ে যেতে মরিয়া উভয় পক্ষ।