বহু ঝামেলা উপেক্ষা করে শেষপর্যন্ত ম্যাচের রং সবুজ-মেরুন (Mohun Bagan)। নির্ধারিত সূচি অনুযায়ী আজ কল্যাণী স্টেডিয়ামে জামশেদপুর এফসির ( Jamshedpur) মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান। ম্যাচের শুরু থেকেই দুই পক্ষের হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ হাসি হাসল কিয়ানরা। নির্ধারিত সময়ের শেষে ম্যাচের ফলাফল ২-১ গোল। দলের হয়ে ব্যবধান বাড়ায় সুহেইল ভাট ও নংডাম্বার। অন্যদিকে জামশেদপুরের হয়ে গোল করেন নিখিল বারলা। তবে আজকের ম্যাচ জয়ের ফলে অপরাজিত থেকে ডেভলপমেন্ট লিগের পরবর্তী রাউন্ড স্থান করে নেয় এটিকে মোহনবাগান।
আজ ম্যাচের শুরু থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছিল উভয় দলের ফুটবলারদের। মাঠের দুই উইং থেকে বারংবার আক্রমণ শানাতে শুরু করে জামশেদপুর। যারফলে, ম্যাচের একেবারে ৩ মিনিটের মাথায় নিখিলের গোলে এগিয়ে যায় তারা। জবাবে প্রতি আক্রমণ শুরু করে এটিকে মোহনবাগান। বারংবার প্রতিপক্ষের ডিফেন্স চিড়ে ঢুকে যেতে থাকেন রিকি সাবংরা।
যারফলে ম্যাচের প্রথমার্ধেই সুহেইল ও নংডাম্বার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। দ্বিতীয়ার্ধে পাল্টা জবাব দেওয়ার বহু চেষ্টা করলে ও শেষ পর্যন্ত তা কাজে দেয়নি। ফের গোলের মুখ খুলতে ব্যর্থ হয় জামশেদপুর এফসি। যারফলে নিরধারিত সময়ের শেষে ১ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নেয় সবুজ-মেরুন শিবির।
যারফলে, ডেভলপমেন্ট লিগের গ্রুপ পর্বে অপরাজিত থাকার পাশাপাশি শীর্ষে থেকেই নিজেদের যাত্রা শেষ করে এটিকে মোহনবাগান। এবার পরবর্তী রাউন্ডের খেলা। তবে আজ ম্যাচের মধ্যেই ঘটে যায় বেশকিছু অপ্রীতিকর ঘটনা। ম্যাচ চলাকালীন মেজাজ হারাতে দেখা যায় দুই দলের ফুটবলারদের। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত দুই দলের দুই ফুটবলার কে লাল কার্ড দেখান রেফারি। পাশাপাশি লাল কার্ড দেখতে হয় সবুজ-মেরুন কোচ কে।