Kolkata Derby: জেমির গোলে ডার্বি জয় বাগানের, পেনাল্টি পেল না লাল-হলুদ

বজায় থাকল ডার্বি (Kolkata Derby) জয়ের ধারা। আইএসএলের প্রথম লেগের মতো দ্বিতীয় লেগে ও এবার জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। পূর্বে এই ম্যাচ সল্টলেকের…

Mohun Bagan Triumphs in the Kolkata Derby

বজায় থাকল ডার্বি (Kolkata Derby) জয়ের ধারা। আইএসএলের প্রথম লেগের মতো দ্বিতীয় লেগে ও এবার জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। পূর্বে এই ম্যাচ সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে হওয়ার কথা থাকলেও উপযুক্ত নিরাপত্তার অভাবে সেটা সম্ভব হয়নি। যারফলে গুয়াহাটি স্টেডিয়ামে সরিয়ে নিয়ে যাওয়া হয় এই হাইভোল্টেজ ম্যাচ। সেখানেই আজ তাঁরা লড়াই করতে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে। সম্পূর্ণ সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করে ফেলে ময়দানের এই প্রধান। অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেনের গোলেই আসে জয়। সেই নিয়ে যথেষ্ট খুশি আপামর বাগান জনতা।

Advertisements

Jamie Maclaren's Goal Puts Mohun Bagan Ahead in the Kolkata Derby

   

বলাবাহুল্য, এদিন প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে ধরা দিয়েছিলেন জেসন কামিন্স থেকে শুরু করে মনবীর সিংরা। জবাবে ক্রমশ রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে দেখা যায় ইমামি ইস্টবেঙ্গল দলকে। ম্যাচের ২ মিনিটের মাথায় আচমকা গতি বাড়িয়ে দেয় মেরিনার্সরা। তারপর জেমি ম্যাকলারেনের করা গোলে এগিয়ে যায় জোসে মোলিনার ছেলেরা। পরবর্তীতে ক্রমশ প্রতি আক্রমণে উঠে আসতে শুরু করে ইস্টবেঙ্গল ফুটবল দল। কিন্তু গোলের মুখ খোলা খুব একটা সহজ ছিল না তাঁদের পক্ষে। তবে সহজে হাল‌ ছাড়তে নারাজ ছিল লাল-হলুদ ফুটবলাররা।

ক্লেটন সিলভা থেকে শুরু করে দিমিত্রিওস ডায়মান্তাকসের মতো ফুটবলাররা চাপ বাড়াচ্ছিলেন ব্যাপকভাবেই। তারপর বল নিয়ে বাগান রক্ষণভাগে হানা দিয়েছিলেন পিভি বিষ্ণু। গোল করা সম্ভব না হলেও বল সোজা গিয়ে লাগে প্রতিপক্ষের ফুটবলারের হাতে। সেখান থেকেই পেনাল্টির আবেদন জানাতে থাকেন লাল-হলুদ ফুটবলাররা। কিন্তু সেটিকে খুব একটা গুরুত্ব দেননি ম্যাচ রেফারি। যারফলে প্রথমার্ধের শেষে সেই একটি গোলের ব্যবধানেই এগিয়ে থাকে মোহনবাগান। কিন্তু দ্বিতীয়ার্ধ থেকে চাপ বাড়িয়ে ম্যাচে ফেরার লক্ষ্য ছিল ডেভিড লালহানসাঙ্গাদের। কিন্তু সেটা খুব একটা সহজ ছিল না। বিশেষ করে লাল কার্ড দেখে সৌভিক চক্রবর্তী মাঠ ছাড়ার পর লড়াইটা আরও কঠিন হয়ে যায় মশাল ব্রিগেডের।

অপরদিকে জেসন কামিন্সের পরিবর্তে গ্ৰেগ স্টুয়ার্ট মাঠে আসতেই ফের চনমনে হয়ে ওঠে সবুজ-মেরুন শিবির। যদিও পরবর্তীতে আর ব্যবধান বাড়াতে পারেনি মেরিনার্সরা।

❓ FAQs

Q1. কলকাতা ডার্বির দ্বিতীয় লেগ ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
👉 সল্টলেক স্টেডিয়ামের পরিবর্তে নিরাপত্তার কারণে গুয়াহাটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল।

Q2. ম্যাচে কোন দল জিতেছে?
👉 মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলকে ১-০ গোলে পরাজিত করেছে।

Q3. ম্যাচের একমাত্র গোলটি কে করেছেন?
👉 অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেমি ম্যাকলারেন গোলটি করেছেন।

Q4. ম্যাচ শুরুর কত মিনিটে গোল হয়েছিল?
👉 দ্বিতীয় মিনিটেই গোল করে এগিয়ে যায় মোহনবাগান।

Q5. ইস্টবেঙ্গল কি পেনাল্টির দাবি তুলেছিল?
👉 হ্যাঁ, পিভি বিষ্ণুর শটে প্রতিপক্ষের হাতে বল লাগলে লাল-হলুদ ফুটবলাররা পেনাল্টির দাবি তোলেন, তবে রেফারি তা গ্রহণ করেননি।

Q6. ম্যাচ চলাকালীন কোন ইস্টবেঙ্গল ফুটবলার লাল কার্ড দেখেছেন?
👉 সৌভিক চক্রবর্তী লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

Q7. ম্যাচের দ্বিতীয়ার্ধে মোহনবাগানের প্রধান পরিবর্তন কী ছিল?
👉 জেসন কামিন্সের পরিবর্তে গ্রেগ স্টুয়ার্ট মাঠে নামেন।

Q8. এই জয়ে মোহনবাগান সমর্থকরা কেমন প্রতিক্রিয়া দেখিয়েছেন?
👉 সবুজ-মেরুন সমর্থকরা প্রবল উচ্ছ্বাসে মেতে উঠেছেন এবং সোশ্যাল মিডিয়ায় #JoyMohunBagan ট্রেন্ড করেছে।