ফের জয়ের সরণিতে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার নিজেদের ঘরের মাঠে আইএসএলের অষ্টম ম্যাচ খেলতে নেমেছিল কলকাতা ময়দানের এই প্রধান। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির সঙ্গে। সম্পূর্ণ সময়ের শেষে ৩-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিল বাগান ব্রিগেড। এদিন দলের হয়ে গোল করেন যথাক্রমে টম অলড্রেড, লিস্টন কোলাসো এবং জেমি ম্যাকলারেন। এই জয়ের সুবাদে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের শীর্ষে উঠে আসলো মোহনবাগান।
যারফলে অনেকটাই নিশ্চিত হয়ে গেল টপ সিক্স। যা নিঃসন্দেহে অনেকটাই স্বস্তি দেবে জোসে মোলিনাকে। চোটের কারণে স্কটিশ ফরোয়ার্ড গ্ৰেগ স্টুয়ার্ট মাঠের বাইরে থাকলেও জয় ছিনিয়ে নিতে খুব একটা সমস্যা হয়নি শুভাশিস বসুদের। ঘরের মাঠে ম্যাচ থাকায় প্রথম থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী থাকতে দেখা গিয়েছিল সবুজ-মেরুন ফুটবলারদের। প্রথমার্ধের প্রথম কোয়ার্টারের শেষেই প্রতিপক্ষের ডিফেন্ডারদের কার্যত বোকা বানিয়ে গোল করে যান বাগান তারকা টম অলড্রেড। তারপর থেকেই যথেষ্ট রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করে জামশেদপুর।
সাময়িকভাবে বাগান আক্রমণ রোধ করা সম্ভব হলেও সেটা বজায় রাখা সম্ভব হয়নি। প্রথমার্ধের অতিরিক্ত সময় দলের হয়ে দ্বিতীয় গোল করে যান ভারতীয় উইঙ্গার লিস্টন কোলাসো।
প্রথমার্ধের শেষে ২-০গোলের ব্যবধানে এগিয়ে থাকে মেরিনার্সরা। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ঝাঁঝ বাড়াতে শুরু করেছিল প্রতিপক্ষ ফুটবল দল। রাই তাচিকাওয়া থেকে শুরু করে সিভেরিও টোরোর মত ফুটবলারদের ঘন ঘন আক্রমণে কিছুটা হলেও চাপে পড়ে গিয়েছিল মোহনবাগানের ডিফেন্স লাইন। তবে আলবার্তো রড্রিগেজ থেকে শুরু করে অলড্রেডদের মতো ফুটবলারদের উপস্থিতিতে খুব একটা সুবিধা করতে পারেনি খালিদের ছেলেরা।
অপরদিকে সুযোগ বুঝেই আক্রমণে চাপ বাড়াতে শুরু করে মোহনবাগান। ম্যাচের পঞ্চম কোয়ার্টারে গোলের সুযোগ পান অস্ট্রেলিয়ান গোলমেশিন জেমি ম্যাকলারেন। সেখান থেকেই গোল। যারফলে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় গতবারের শিল্ড জয়ীরা। ম্যাচের শেষ লগ্নে অতিরিক্ত ৫ মিনিটের মধ্যে জামশেদপুর একাধিকবার আক্রমণ সংগঠিত করলেও কাজের কাজ কিছুই হয়নি।