সমর্থকদের জন্য ওপেন ট্রেনিং সেশন সবুজ-মেরুনের, কবে?

ডুরান্ডের হতাশা ভুলে বুধবার থেকেই আইএসএলের প্রস্তুতি শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। আগামী ১৩ই সেপ্টেম্বর তাঁদের খেলতে হবে প্রথম ম্যাচ। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী মুম্বাই সিটি এফসি। ঘরের মাঠেই তাঁদের খেলতে হবে গতবারের আইএসএল চ্যাম্পিয়নদের বিপক্ষে। সব দিক মাথায় রেখেই প্রস্তুতি শুরু করেছেন জোসে মোলিনা‌। তবে এই সময় দলের প্রায় সাতজন ফুটবলার জাতীয় শিবিরে থাকলেও বাকিদের নিয়েই প্রস্তুতি চালাচ্ছে সবুজ-মেরুন কোচ‌।

   

যেখানে প্রথম থেকেই চনমনে মেজাজে দেখা গিয়েছে অধিকাংশ ফুটবলারদের। তবে প্রথমদিন অজি জেমি ম্যাকলারেন অনুপস্থিত থাকলে ও বৃহস্পতিবার থেকেই যোগদান করেন অনুশীলনে। প্রথমদিন সতীর্থদের সঙ্গে বল পায়ে অনুশীলন না করলেও মূলত ফিজিক্যাল ট্রেনিংয়ের পাশাপাশি রিহ্যাবে জোড় দেন এই অজি গোলমেশিন। অতি দ্রুততার সাথে তিনি সুস্থ হয়ে যে মাঠে নামতে চাইছেন সেটা বলাই চলে।

বর্তমানে বাগান দলের জার্সিতে তাঁর মাঠে নামার অপেক্ষায় আপামর বাগান জনতা। এসবের মাঝেই সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা করল মোহনবাগান (Mohun Bagan) ম্যানেজমেন্ট। সেই অনুযায়ী চোখের সামনেই এবার প্রিয় দলের অনুশীলন দেখতে পারবেন সকলে। শুক্রবার সন্ধ্যায় নিজেদের সোশ্যাল সাইটে ঠিক এমনটাই জানানো হয় মেরিনার্সদের তরফে। উল্লেখ্য, গত ডুরান্ড কাপের সময় থেকে এখনও পর্যন্ত প্রায় অধিকাংশ ক্ষেত্রেই গোটা দল নিয়ে রুদ্ধদ্বার অনুশীলন করিয়েছেন স্প্যানিশ কোচ।

তবে আগামী ৯ সেপ্টেম্বর বিকেলে সমর্থকদের উপস্থিতিতেই অনুশীলন করবেন জেসন কামিন্সরা। যারফলে সেদিন মোহনবাগান (Mohun Bagan) মাঠে উপস্থিত থেকে প্রিয় দলের প্রস্তুতি দেখতে পারবেন সকলে। যা নিঃসন্দেহে খুশি করেছে সমর্থকদের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন