ইতিহাস গড়ার মধ্যে দিয়ে এবারের ফুটবল মরসুম শেষ করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। পাহাড়ের শক্তিশালী ফুটবল ক্লাব নর্থইস্ট ইউনাইটেডের কাছে ঐতিহ্যবাহী ডুরান্ডের ফাইনালে পরাজিত হতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি ময়দানের এই প্রধানের। এক্ষেত্রে বিশেষ করে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে ভালো পারফরম্যান্স করাই অন্যতম লক্ষ্য ছিল সবুজ-মেরুনের। সেটাই হয়েছে শেষ পর্যন্ত। ড্র দিয়ে লিগ শুরু করতে হলেও পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছে মোহনবাগান। একের পর এক ম্যাচে অতি সহজেই এসেছে জয়।
যারফলে টুর্নামেন্টের অন্যান্য দলগুলিকে টেক্কা দিয়ে অনায়াসেই লিগ শিল্ড ঘরে তুলে নেয় সবুজ-মেরুন। বলতে গেলে ক্লাব ফুটবলে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে দ্বিতীয়বারের জন্য এই খেতাব নিশ্চিত করে জোসে মোলিনার ছেলেরা। তারপর সেই ছন্দ বজায় ছিল লিগ কাপের ফাইনালে। যেখানে শক্তিশালী বেঙ্গালুরু এফসির কাছে একটি গোলের ব্যবধানে পিছিয়ে থাকতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা অসুবিধা হয়নি তাঁদের পক্ষে। যারফলে দেশের একমাত্র ফুটবল ক্লাব হিসেবে এক সিজনে টানা দুইটি খেতাব জয় করে গঙ্গা পাড়ের এই ফুটবল ক্লাব।
সুপার কাপের শুরুটা যথেষ্ট ভালো হলেও সেটা বজায় থাকেনি শেষ পর্যন্ত। মানোলো মার্কুয়েজের এফসি গোয়ার কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। তবে দলের তরুণ ফুটবলারদের পারফরম্যান্স নিঃসন্দেহে খুশি করেছে সমর্থকদের। সেই নিয়েই এবার উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিভিন্ন মাধ্যম সূত্রে খবর, আসন্ন নয়া সিজনে ও নাকি তরুণ ফুটবলারদের সামনে রেখেই অভিযান শুরু করতে চলেছে কলকাতা ময়দানের এই প্রধান। হ্যাঁ ঠিকই শুনছেন। সেক্ষেত্রে গতবারের মতো এবারও মূলত তরুণ ফুটবলারদের সামনে রেখেই ডুরান্ডে অংশ নিতে পারে মোহনবাগান।
সেটা হলেও যদিও অবাক হওয়ার কিছু থাকবে না কারুর কাছে। এক্ষেত্রে গতবারের ভুল ত্রুটি শুধরে মূলত সাফল্য পাওয়াই প্রধান লক্ষ্য থাকবে দলের ফুটবলারদের কাছে। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি বিষয়টি।