শেষ কিছু সিজন ধরেই দারুন ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। এবার ও তাঁর অন্যথা হয়নি। সিনিয়র দলের পাশাপাশি দুরন্ত ফর্মে রয়েছে ছোটরা। সপ্তাহ কয়েক আগেই বাস্তব রায়ের তত্ত্বাবধানে রিলায়েন্স কতৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগ চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। বলাবাহুল্য, বাংলার প্রথম দল হিসেবে এই খেতাব অর্জন করেছে মোহনবাগান। এক কথায় যা বিরাট বড় পাওনা সকলের কাছে। এবার এই ছন্দ বজায় রেখেই কলিঙ্গ সুপার কাপে সাফল্য পেতে মরিয়া ফুটবলাররা। সেইমতো গত কয়েকদিন আগে থেকেই গোটা দল নিয়ে অনুশীলন শুরু করেছেন রিজার্ভ দলের কোচ। এক্ষেত্রে সিনিয়র দলের বদলে মূলত জুনিয়র ফুটবলারদের দিয়েই টুর্নামেন্ট খেলানোর কথা ভাবছে ম্যানেজমেন্ট।
Also Read | সুপার কাপের স্কোয়াড ঘোষণা করল চেন্নাইয়িন এফসি
সেজন্য গত আইএসএল ফাইনালের পর থেকেই ছুটির মেজাজে দেখা গিয়েছে দলের অধিকাংশ বিদেশি ফুটবলারদের। এমনকি এই ফুটবল টুর্নামেন্টে স্প্যানিশ কোচ জোসে মোলিনার পরিবর্তে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রিজার্ভ দলের কোচ বাস্তব রায়ের হাতে। তবে প্রয়োজন অনুসারে বা পরিস্থিতি বুঝে সিনিয়র দলের বেশ কিছু ভারতীয় ফুটবলারকে মাঠে নামানোর কথা ভাবতে পারেন এই ভারতীয় কোচ। সেক্ষেত্রে খেলতে দেখা যেতে পারে দীপক টাংড়ি থেকে শুরু করে গ্লেন মার্টিন্সের মতো ফুটবলারদের। এছাড়াও এবার নামানো হতে পারে বিদেশি ডিফেন্ডার নুনো রেইসকে।
Also Read | নতুন মরসুমে কোথায় যোগ দেবেন কালটাক?
তবে ভুবনেশ্বর যাওয়ার আগে শেষ কয়েকটি দিন শহরের বুকে জোরকদমে অনুশীলন চালাচ্ছেন দলের সকল ফুটবলাররা। এবারের এই ফুটবল টুর্নামেন্টে সকলের বিশেষ নজর থাকবে সৌরভ ভানওয়ালার মতো তরুণ ফুটবলারদের দিকে। পূর্বে কলকাতা ফুটবল লিগের পাশাপাশি রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগে তাঁর সক্রিয়তা যথেষ্ট নজর কাড়লে ও সুপার কাপের মতো গুরুত্বপূর্ণ ফুটবল টুর্নামেন্টে তাঁর পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবেন বাস্তব রায়। সব ঠিকঠাক থাকলে আগামী শুক্রবার দুপুরেই ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা হবে মোহনবাগান দল।
তারপর সেখানে পৌঁছে ম্যাচের আগে শেষ মুহূর্তের অনুশীলনের পর একাদশ চূড়ান্ত করবেন বাগান কোচ। আগামী শনিবার সুপার কাপের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে খেলতে নামবে সবুজ-মেরুন শিবির। মনে করা হচ্ছে সেক্ষেত্রে হয়তো প্রথম থেকেই মাঠে দেখা যেতে পারে নুনো রেইসকে।