চলতি মাসেই শুরু ঘরোয়া লিগের নতুন মরসুম, কবে মাঠে নামছে বাগানবাহিনী?

আগামী ২৫ জুন শুভ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League) নতুন মরসুম। ইতিমধ্যেই বিভিন্ন ক্লাব অনুশীলন শুরু করেছে। কলকাতা ময়দানের…

Mohun Bagan Gears Up to Face Bengaluru FC

আগামী ২৫ জুন শুভ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League) নতুন মরসুম। ইতিমধ্যেই বিভিন্ন ক্লাব অনুশীলন শুরু করেছে। কলকাতা ময়দানের দুই প্রধান ক্লাব, ইস্টবেঙ্গল ও মোহনবাগানও (Mohun Bagan) খুব শীঘ্রই প্র্যাকটিসে নামছে। মোহনবাগান আগামী ১৬ জুন থেকে অনুশীলন শুরু করবে। তবে তাদের নিজস্ব মাঠে সংস্কারের কাজ চলায়, সবুজ-মেরুন ব্রিগেডের প্র্যাকটিস হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে।

Advertisements

গত মরসুমে ইন্ডিয়ান সুপার লিগে (ISL) মোহনবাগানের সিনিয়র দলের পাশাপাশি যুব দলও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। শোনা যাচ্ছে, এবারের কলকাতা লিগে যুব লিগের চ্যাম্পিয়ন দল নিয়েই মাঠে নামার পরিকল্পনা রয়েছে সবুজ-মেরুন শিবিরের। অন্যদিকে, ইস্টবেঙ্গলও তাদের প্রস্তুতি তুঙ্গে তুলেছে।কলকাতা ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচে মহমেডান মাঠে নামছে উয়াড়ির বিরুদ্ধে। ২৫ জুন কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে এই ম্যাচ। ম্যাচের আগে আইএফএ (Indian Football Association) উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে, যেখানে সুরকার ও গায়ক জিৎ গঙ্গোপাধ্যায়ের পারফরম্যান্সের পাশাপাশি নাচের অনুষ্ঠানও থাকবে। এছাড়াও ময়দানের নীরব কর্মীদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে আইএফএ-র।

বিজ্ঞাপন

ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচ খেলবে ৩০ জুন, ব্যারাকপুর স্টেডিয়ামে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে। ম্যাচ শুরু হবে দুপুর ৩টে থেকে। মোহনবাগান মাঠে নামবে ২ জুলাই, ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে, একই মাঠে ও একই সময়ে। তবে, সবার নজর এখন কলকাতা ডার্বির দিকে। গত চার বছর ধরে কলকাতা লিগে ইস্টবেঙ্গল ও মোহনবাগান মুখোমুখি হয়নি। এবার ১৩ জুলাই তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, যদিও মাঠ ও সময় এখনও ঘোষণা করা হয়নি।

মহমেডানের ম্যাচের তালিকায় রয়েছে:
উয়াড়ি (২৫ জুন), খিদিরপুর (১ জুলাই), কালীঘাট (৫ জুলাই), আর্মি রেড (৯ জুলাই), সাদার্ন সমিতি (১৪ জুলাই), ইউনাইটেড স্পোর্টস (২০ জুলাই), পাঠচক্র (২৫ জুলাই)।

ইস্টবেঙ্গল খেলবে:
টালিগঞ্জ (৩০ জুন), জর্জ টেলিগ্রাফ (৭ জুলাই), মোহনবাগান (১৩ জুলাই), ক্যালকাটা কাস্টমস (১৬ জুলাই), রেলওয়ে (২২ জুলাই), পুলিশ অ্যাথলেটিক (২৬ জুলাই)।

মোহনবাগানের ম্যাচ:
ভবানীপুর (২ জুলাই), রেনবো (৬ জুলাই), ইস্টবেঙ্গল (১৩ জুলাই), পিয়ারলেস (১৮ জুলাই), কলকাতা পুলিশ (২৩ জুলাই), টালিগঞ্জ (৩০ জুলাই), কালীঘাট (২ আগস্ট), ইস্টার্ন রেল (৫ আগস্ট), জর্জ টেলিগ্রাফ (১১ আগস্ট)।