এএফসির টুর্নামেন্ট থেকে বাতিল মোহনবাগান, আপিল করবে ম্যানেজমেন্ট

গত ২ অক্টোবর এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের দ্বিতীয় ম্যাচ ছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। যেখানে তাঁদের প্রতিপক্ষ ছিল ইরানের শক্তিশালী ক্লাব ট্র্যাক্টর এফসি।…

Mohun Bagan to Appeal AFC Decision

গত ২ অক্টোবর এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের দ্বিতীয় ম্যাচ ছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। যেখানে তাঁদের প্রতিপক্ষ ছিল ইরানের শক্তিশালী ক্লাব ট্র্যাক্টর এফসি। কিন্তু গত কয়েকদিন ধরেই সেই অ্যাওয়ে ম্যাচ খেলতে ইরান যাওয়া নিয়ে দেখা দিয়েছিল একাধিক সমস্যা। আসলে পশ্চিম এশিয়ায় যুদ্ধের পরিস্থিতি থাকায় কয়েক সপ্তাহ ধরেই অশান্ত পরিস্থিতি গোটা ইরানে।যারফলে সেখানে গিয়ে ম্যাচ খেলা সুরক্ষিত নয় বলেই মনে করেছিল সবুজ-মেরুন। তাই দলের সকল ফুটবলারদের পাশাপাশি সাপোর্টিং স্টাফেদের নিরাপত্তার কথা চিন্তা করেই এএফসির কাছে বিশেষ চিঠি দিয়েছিল মোহনবাগান।

যেখানে উল্লেখ করা হয়েছিল সেই দেশের গোটা পরিস্থিতির কথা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত বেঙ্গালুরু ম্যাচের পর এএফসির ম্যাচ খেলার জন্য ইরান উড়ে যাওয়ার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি। বরং কলকাতায় ফিরে যেতে হয়েছে গোটা দলকে। অপরদিকে সময় যত এগিয়েছে ততই মোহনবাগানের দিকে তোপ দেগেছিল ইরানের এই ফুটবল ক্লাব। যদিও প্রথমদিকে সেভাবে এই সমস্ত বিষয় নিয়ে কর্নপাত করেনি সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। তবে এই নিয়ে গত মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত জানায় এএফসি।

   

যেখানে ট্র্যাক্টর এফসির সাথে ম্যাচ খেলতে অনুপস্থিত থাকার কথা উল্লেখ করে তাঁদের দল তুলে নেওয়া হয়েছে বলেই গন্য করা হয়েছে। এক্ষেত্রে মূলত এএফসি চ্যাম্পিয়নস লিগ টুয়ের কম্পিটিশন রেগুলেশনসের ৫.২ ধারা অনুযায়ী মোহনবাগানকে সরানোর কথা উল্লেখ করা হয়েছে। যা সামনে আসার পর থেকেই রীতিমতো ক্ষোভে সোচ্চার হতে শুরু করেন বাগান সমর্থকরা। এই পরিস্থিতিতে বাগান ম্যানেজমেন্ট যে চুপ করে বসে থাকবে না সেটা বলাই চলে।

সেই নিয়েই উঠে আসলো য়া তথ্য। জানা গিয়েছে, এমনতর সিদ্ধান্তের জন্য আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে এএফসির আপিল কমিটির কাছে আবেদন করতে চলেছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। যেখানে ফের উল্লেখ করা হবে ইরানের গোটা পরিস্থিতি। পাশাপাশি দলের ফুটবলারদের নিরাপত্তার কথা ও জানাবে মোহনবাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে আদৌ কি সিদ্ধান্ত উঠে আসে এখন সেটাই দেখার।