Mohun Bagan: মোহনবাগানের এক দিনে ৩ সই

ঝড়ের আগের পূর্বাভাস? দল বদলের বাজারে সাড়া ফেলে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) এক দিনে তিন সই। মঙ্গলবার জানা গিয়েছিল, মোহনবাগান তিনজন ফুটবলারকে নিশ্চিত করেছে।

   

দল বদলের বাজারে বিভিন্ন ক্লাবকে নিয়ে জারি রয়েছে জল্পনা। তুলনায় বাগানকে নিয়ে এবার জল্পনা অনেকটা কম। ফুটবল প্রেমীদের একাংশ এ ব্যাপারে বিস্ময় প্রকাশ করেছেন। কিন্তু সুপার জায়ান্ট বুঝিয়ে দিয়েছে, তারাও হাত গুটিয়ে বসে নেই।

Mohun Bagan: বাগানের রিজার্ভ দলে নতুন কোচ! বাস্তবের কী হবে?

এক দিনে নিশ্চিত ৩ ফুটবলার, নতুন কারা প্রবেশ করলেন সবুজ মেরুন শিবিরে?

সালাউদ্দিন আদনান (Salahudheen Adhnan): দক্ষিণ ভারতীয় এই ফুটবলারকে নিশ্চিত করেছে বাগান। ২০২৩-২৪ মরসুমের রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে ভাল পারফরম্যান্স করেছিলেন এই উইঙ্গার। গোল খিদে রয়েছে। ছয় ম্যাচ খেলে করেছিলেন পাঁচ গোল। আরএফডিএল-এ মুথুট এফএ-র হয়ে গোল রয়েছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। প্রতিযোগিতায় তৃতীয় স্থান দখল করেছিল ক্লাব।

লিওয়ান কাস্তানা (Lewaan Castanha): গোয়ার উঠতি ফুটবল প্রতিভাকে নিশ্চিত করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এফসি গোয়ার তরুণ ব্রিগেডে ছিলেন। এফসি গোয়ার হয়ে আরএফডিএল খেলেছিলেন এই ভার্সেটাইল ডিফেন্ডার।

Mohun Bagan: বাগানে আসতে পারেন নতুন কোচ, হাবাসের ভূমিকা কী?

সায়ন দাস (Sayan Das): ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের এই ফুটবলার যোগ দিয়েছেন মোহনবাগানে। শালবনীর এই ফুটবলার ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের অন্যতম আবিষ্কার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন