নয়া ফুটবল মরসুম শুরুর মাস কয়েক আগে থেকেই আনোয়ার আলিকে (Anwar Ali) নিয়ে সরগরম হয়ে উঠেছিল দল বদলের বাজার। সময় এগোনোর সঙ্গে সঙ্গেই ক্রমশ জটিল হয়ে উঠে গোটা পরিস্থিতি। হিসাব অনুযায়ী সবুজ-মেরুনের (Mohun Bagan) সঙ্গে লোনে চুক্তিবদ্ধ ছিলেন আনোয়ার আলি। তবে পরবর্তীতে জানা যায় দীর্ঘমেয়াদি চুক্তির অভাব বোধ করায় পুরনো দল ছাড়তে চান জাতীয় দলের এই ফুটবলার।
সেই সুযোগ কাজে লাগাতেই আসরে নামে পড়শী ক্লাব ইমামি ইস্টবেঙ্গল। শোনা যায় পড়শী ক্লাবে সই করেছেন তিনি। যা নিয়ে রীতিমতো দেখা দেয় ধোঁয়াশা। আদতে কোন দলের হয়ে নতুন মরসুমে খেলতে নামবেন এই তারকা, সেই নিয়ে দেখা দিয়েছিল দুই প্রধানের দ্বন্দ্ব। সেই নিয়েই শুক্রবার বিশেষ বৈঠকে বসে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি। যেখানে খতিয়ে দেখা হয় গোটা বিষয়টি।
সেই নিয়েই উঠে আসলো নয়া তথ্য। ঘন্টাকয়েক আগে নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি টুইট করেন রঞ্জিত বাজাজ। সেখানেই তিনি লেখেন, ‘মোহনবাগান কর্তৃপক্ষ কমিটির সামনে স্বীকার করেছে যে আনোয়ার আলি দেশের যেকোনো ক্লাবের হয়ে ফুটবল খেলতে সম্মত থাকবেন। এক্ষেত্রে এই ফুটবলারের স্থানান্তরের জন্য ‘এনওসি’ মঞ্জুর করা হবে তাঁদের তরফে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কমিটির সিদ্ধান্তের উপর নির্ভর করছে সবুজ-মেরুনের অন্যায্য সমাপ্তির দাবির বিষয়টি।’
আরো বলেন, ‘যদিও সেটি কার্যকরী করার ক্ষেত্রে বহু আলোচনার প্রয়োজন পড়বে বলেই মনে করছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি।’ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আরো জোরালো হয়ে উঠল আনোয়ারের লাল-হলুদে যোগদানের বিষয়টি। যতদূর খবর আগামী সপ্তাহে ফের বৈঠকে বসতে চলেছে পিএসসি। সেখানেই হয়তো পরিষ্কার হয়ে যাবে গোটা বিষয়টি।