আজ বিশ্ব পিতৃ দিবস (Father’s Day)। এদিন গোটা বিশ্ব জুড়ে নিজেদের মতো করে বাবার প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করে প্রত্যেক সন্তানরা। তবে বর্তমানে নেট মাধ্যমের যুগে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে মরিয়া থাকে ময়দানের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব গুলি। সেই প্রথা মেনেই এবার ইস্টবেঙ্গল ক্লাবকে চিমটি কাঁটল কলকাতা ময়দানের আরেক হেভিওয়েট ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস। যা রীতিমতো মন জয় করেছে আপামর সবুজ-মেরুন সমর্থকদের। ভূয়সী প্রশংসা কুরোতে শুরু করেছে মোহনবাগানের ডিজিটাল টিম।
আজ কিছুক্ষন আগে নিজেদের স্যোশাল সাইটে একটি ভিডিও পোস্ট করে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। যে গত ছয়টি ডার্বিতে লাল-হলুদ ব্রিগেড কে নাস্তানাবুদ করার পাশাপাশি রয়কৃষ্ণা, হুগো বুমোস থেকে শুরু করে দিমিত্রি পেত্রাতোস ও কিয়ান নাসিরির মতো তারকাদের চোখ ধাঁধানো গোলের ক্লিপস গুলোকে ও যুক্ত করা হয়েছে। যা রীতিমতো ভাইরাল হতে শুরু করেছে নেট মাধ্যমে। তাদের এই ভিডিও যেন বাড়তি উন্মাদনা তৈরি করেছে দলের সমর্থকদের মধ্যে। একদিকে যেমন প্রশংসায় পঞ্চমুখ থেকেছেন মোহনবাগান সমর্থকরা অন্যদিকে ঠিক তেমনভাবেই নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন লাল-হলুদ সমর্থকদের একাংশ।
This Father’s Day, sit back and cherish all 6 Kolkata Derby wins in Hero ISL 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #happyfathersday pic.twitter.com/L7Nfx7r8KK
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) June 18, 2023
বলাবাহুল্য, হিরো ইন্ডিয়ান সুপার লিগে দুই প্রধানের অংশ নেওয়ার পর থেকে এখনো পর্যন্ত একটাও ডার্বি জেতেনি লাল-হলুদ ব্রিগেড। প্রতিটি ম্যাচেই তিন পয়েন্ট তুলে মাঠ ছেড়েছে মোহনবাগান। এমনকি উভয়ের খেলা শেষ আইলিগে ও ডার্বিতে আধিপত্য বজায় রেখেছিল মোহনবাগান দল। দিনকয়েক আগে জুনিয়র ডার্বিতে মোহনবাগান কে পরাজিত করলেও সিনিয়রদের কাছে রীতিমতো নাস্তানাবুদ হতে হচ্ছে ইস্টবেঙ্গল কে। আসন্ন ফুটবল মরশুমে আদৌও কতটা সফল হয় লাল-হলুদ এখন সেটাই দেখার।