AFC CUP: চাপ বাড়াচ্ছে ঢাকা আবাহনী, বাগান কোচের নজরে দুই বিদেশি

Mohun Bagan SG vs Dhaka Abahani

গত ম্যাচে নেপালের মাচিন্দ্রা এফসিকে হারানোর পর আজ এএফসি কাপের (AFC CUP) প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে ঢাকা আবাহনী ক্লাবের মুখোমুখি হতে চলেছে ময়দানের অন্যতম প্রধান দল মোহনবাগান সুপারজায়ান্টস। অতীতের দিকে তাকালে দেখা যায়, পূর্বে তিনবার মুখোমুখি হয়েছে উভয় দল। যার মধ্যে দুইটি জয় ও একটি ড্র রয়েছে সবুজ-মেরুন ব্রিগেডের। তাছাড়া খাতায় কলমে দেখতে গেলেও প্রতিপক্ষের থেকে অনেকটাই এগিয়ে এবারের এই মোহনবাগান। তবুও কোনো বাড়তি ঝুঁকি নিতে চাইছেন না মোহনবাগানের বর্তমান স্প্যানিশ কোচ। যার অন্যতম কারন, তাদের দলের বর্তমান পারফরম্যান্স ও দলের একাধিক নয়া বিদেশির আবির্ভাব।

বলাবাহুল্য, এবারের মরশুমের কথা মাথায় রেখে মোট আটজন বিদেশি ফুটবলারদের সই করিয়েছে ঢাকার এই ফুটবল দল। তাদের মধ্যে ড্যানিয়েল কলিন্ড্রেস ও রাফায়েল মাঝপথেই চুক্তি বাতিল করে চলে গেলে পরবর্তীতে আরও একাধিক ফুটবলারদের দলে টেনে আনে বাংলাদেশের এই ফুটবল ক্লাব। মূলত দলের এএফসি কাপ খেলার কথা মাথায় রেখেই জোনাথন রেইসে ও ব্রুনো ম্যাতোসকে সই করায় আবাহনী লিমিটেড।

   

পাশাপাশি তাদের দেশের প্রতিপক্ষ ক্লাব গুলির থেকে কর্নেলিয়াস স্টুয়ার্ট, মুজাফফরভ ও ব্রাজিলিয়ান তারকা দানিলো আগাস্তুকে লোনে আনে এই ফুটবল ক্লাব। তবে সেখানেই শেষ নয়, বিদেশি কোটার ফুটবলারদের মধ্যে দুই নাইজেরিয়ান তারকা তথা এমেকা ও ডেভিড সহ ইরানের দাপুটে ফুটবলার তথা মিলাদ শেখকে চুক্তি করিয়ে মাঠে নামায় আবাহনী দল।

সেখান থেকেই গত ম্যাচে জয় পেয়েছে ঢাকা আবাহনী ফুটবল ক্লাব। আজ এই অজানা বিদেশিদেরকেই সামলাতে হবে সবুজ-মেরুন দলের ফুটবলারদের। তাই ম্যাচের অনেক আগে থেকেই তাদের দুই বিদেশি ফুটবলারদের উপর বিশেষ নজর বাগান কোচ হুয়ান ফেরেন্দোর। যাদের মধ্যে রয়েছেন কর্নেলিয়াস স্টুয়ার্ট ও দানিলো।

উল্লেখ্য, আজকের এই ম্যাচে স্টুয়ার্টের সঙ্গেই দলের রক্ষনভাগের হাল ধরবেন দানিলো। বহু বছর ব্রাজিলের একাধিক লিগে খেলার পর ভারতের মিনার্ভা পাঞ্জাব দলের হয়ে খেলেন তিনি। তারপর বাংলাদেশের ফর্টিসে খেলে এবার স্বল্প চুক্তিতে যুক্ত হয়েছেন ঢাকা আবাহনীর সঙ্গে। তাদের সামলাতে গিয়েই আজ কালঘাম ছুটতে চলেছে বাগান ব্রিগেডের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন