AFC Cup: বাংলাদেশে পৌঁছল বাগান ব্রিগেড, ম্যাচে খেলবেন পেট্রাটোস?

Mohun Bagan Supergiants

আগামী মঙ্গলবার এএফসি কাপের (AFC Cup) পরবর্তী ম্যাচ খেলতে বাংলাদেশের শক্তিশালী দল তথা বসুন্ধরা কিংসের (Bashundhara Kings) মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan Supergiants)। পূর্বে ওডিশার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচ অমীমাংসিত রেখেই মাঠ ছাড়তে হয়েছিল দুই দলকে। তবে এবার পরবর্তী লেগের ম্যাচ খেলতে বাংলাদেশ উড়ে এসেছে গোটা দল।

Advertisements

আজ, রবিবার সকালে কলকাতার বুকে নিজেদের শেষ অনুশীলন সেরে নিয়ে হোটেলে চলে যায় গোটা দল। সেইখান থেকে বিমানবন্দর। অর্থাৎ দীর্ঘ জার্নি করেই বাংলাদেশ এসেছে মোহনবাগান দল। আগামীকাল কিছুটা বিশ্রাম দিয়ে তারপরের দিন বিকালে ম্যাচ খেলতে মাঠে নামবে গোটা দল। তার আগে আজ শেষ মুহূর্তের প্রস্তুতিতে নিজের পরিকল্পনা গুলি ঝালিয়ে নিয়েছেন গতবারের আইএসএল জয়ী কোচ। কোচ হুয়ান ফেরেন্দো।

   

আজ, রবিবার বিকেল ৫টা বেজে ৩০ মিনিটের মাথায় টিম হোটেলে পৌঁছায় মোহনবাগান সুপারজায়ান্টস দল। তার আগে বসুন্ধরা কিংসের স্কাফ আর ফুল দিয়ে বরন করে নেওয়া হয় দলের ফুটবলারদের। বাদ যায়নি মোহনবাগানের আইএসএল জয়ী কোচ হুয়ান ফেরেন্দো। তাকে ও বরন করে নেওয়া হয় সেখানে। এছাড়াও গত ম্যাচে না খেলা দুই তারকা তথা জেসন কামিন্স ও মরোক্কান তারকা হুগো বুমোসকে ও দেখা গিয়েছে সেখানে। শারীরিক অসুস্থতা কাটিয়ে বর্তমানে তারা দুজনেই যে সুস্থ সেকথা পরিষ্কার। তাছাড়া গত কয়েকদিন ধরেই দলের সঙ্গে অনুশীলন করেছেন দুজনে। তাই মঙ্গলবারের ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলতে দেখা যাবে এই দুই ফুটবলারদের।

Advertisements

অন্যদিকে, আরেক অজি তারকা তথা দিমিত্রি পেট্রাটোস আজ বাগান শিবিরের সঙ্গে বল পায়ে অনুশীলন না করলেও তিনি এসেছেন বাংলাদেশে। শোনা যাচ্ছে, আগামীকাল হাল্কা অনুশীলন করেই পড়শু দিনের ম্যাচে খেলতে নামবেন দিমিত্রি পেট্রাটোস। তবে গ্লেইন মার্টিনস থেকে শুরু করে হ্যামিলের দিকেই বাড়তি নজর কোচের।