আপাতত কলকাতার রঙ সবুজ মেরুন। ইস্টবেঙ্গলকে হারিয়ে Durand Cup চ্যাম্পিয়ন হয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। মাঠে দাঁড়িয়ে থেকে দলের খেলার দেখেছেন সঞ্জীব গোয়েঙ্কা। আটকে রাখতে পারলেন না নিজের মনের ভাব।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি অ্যাকাউন্ট খুলেছেন মোহন বাগান সুপার জায়ান্টের অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। সেখান থেকেই বাগান সমর্থকদের বিজয় উল্লাস সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, “এই মাত্র এটা (ভিডিওটা) পেলাম। প্রতি মুহূর্তে তোমরা, সমর্থকরা এই দলকে এতটা ভালোবাসা প্রদান করছো সেটা দেখে আমার মন ভরে উঠেছে। চলার সময় প্রতিটা পথে তোমাদের চাই। ধন্যবাদ।”
Just received this!
The love you fans are giving this team fills my heart with humility. We'll need you every single step of the way. Thank you 🙏 pic.twitter.com/2uz1moOKco
— Dr. Sanjiv Goenka (@DrSanjivGoenka) September 3, 2023
এটিকে মোহন বাগান থেকে দলের নাম মোহন বাগান সুপার জায়ান্ট হওয়ার পর থেকে সবুজ মেরুন জনতা দলের ফুটবলারদের সঙ্গে আরও একাত্ম হতে শুরু করেছিলেন। এটিকে সরে যাওয়ার পর থেকে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কমেছে মোহন জনতার দূরত্ব। গত মরসুমে ইন্ডিয়ান সুপার লীগ জেতা, ওই একই দিনে নামের আগে থেকে এটিকে তুলে দেওয়ার ঘোষণা, পরে হাইপ্রোফাইল টিম গঠন, পরপর ঘটে যাওয়া এই ঘটনাগুলো ইতিবাচক প্রমাণিত হয়েছে মোহনবাগানের জন্য। সঞ্জীব নিজেও এখন সমর্থকদের মতো প্রায়ই বলছেন, “জয় মোহনবাগান”।