কবে থেকে মিলবে মোহনবাগানের এসিএল ম্যাচের টিকিট?

ট্রফি জয়ের মধ্য দিয়ে গত মরসুম শেষ করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। দেশের প্রথম ডিভিশন লিগ তথা আইএসএলের লিগ শিল্ড জয়ের পাশাপাশি…

Durand Cup 2025 quarter final Mohun Bagan SG vs East Bengal in Kolkata Derby ticket date and distribution details

ট্রফি জয়ের মধ্য দিয়ে গত মরসুম শেষ করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। দেশের প্রথম ডিভিশন লিগ তথা আইএসএলের লিগ শিল্ড জয়ের পাশাপাশি লিগ কাপ ও এসেছিল সবুজ-মেরুনে। সেই নিয়ে যথেষ্ট খুশি ছিল সমর্থকরা। এই নতুন সিজনে সেই ধারাবাহিকতা বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য মেরিনার্সদের। পাশাপাশি গতবারের হতাশা ভুলে আন্তর্জাতিক টুর্নামেন্ট তথা এএফসি চ্যাম্পিয়নস লিগের টায়ার টুয়ে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য থাকবে গতবারের আইএসএল জয়ীদের। সেক্ষেত্রে এবারের এই ঐতিহ্যবাহী ডুরান্ড কাপকে কার্যত প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবেই দেখছিলেন হোসে মোলিনা। যেখানে প্রথম থেকেই দারুন ছন্দে ধরা দিয়েছিল দল।

Also Read | এসিএল টুয়ের অনুশীলন শুরুর আগে জিম সেশনে গা ঘামাচ্ছেন বোরহা

   

প্রথম ম্যাচে অনায়াসেই মহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করার পর তাঁরা পরাজিত করেছিল দুর্বল বিএসএফ দল ও ডায়মন্ড হারবার এফসিকে। তবে কোয়ার্টার ফাইনাল ম্যাচে জোড় ধাক্কা খেতে হয়েছিল ময়দানের এই শক্তিশালী দলকে। তাঁদের পরাজিত হতে হয়েছিল পড়শী ক্লাব ইস্টবেঙ্গলের কাছে। সেই ম্যাচে পরাজিত হয়েই ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। সেই নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা। তবে এই হতাশা কাটিয়ে এবার এএফসির চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের দিকে নজর রয়েছে সকলের। যেখানে তাঁদের লড়াই করতে হবে আহাল এফসি থেকে শুরু করে আর হুসেইনহাল, ও সেপাহান এসসির সঙ্গে।

Also Read | মেহেতাব সিংকে প্রায় নিশ্চিত করে ফেলল এই ফুটবল ক্লাব

Advertisements

আগামী ১৬ই সেপ্টেম্বর থেকে অভিযান শুরু করবে সবুজ-মেরুন ব্রিগেড। এখন সেদিকেই নজর থাকবে সকল সমর্থকদের। সেই অনুযায়ী শোনা যাচ্ছে আগামী ২৮শে আগস্ট থেকে অনলাইনে ছাড়া হতে চলেছে এসিএল টায়ার টুয়ের প্রথম হোম ম্যাচের টিকিট। গত ডুরান্ড ডার্বিতে ছিটকে যাওয়ার পর এখন এই ম্যাচের টিকিটের দিকেই নজর ছিল সমর্থকদের। অবশেষে বৃহস্পতিবার রাতে জানা গিয়েছে এই তথ্য। এবার আগামী বৃহস্পতিবার অনলাইন সাইটে নজর রাখবে আপামর মোহন জনতা।

মরসুমের শুরুটা খুব একটা ইতিবাচক না থাকলেও আন্তজার্তিক টুর্নামেন্টে নিজেদের মেলে ধরে চূড়ান্ত সাফল্য আনাই প্রধান লক্ষ্য মেরিনার্সদের। কাজটা সহজ না হলেও নিজেদের সেরাটা উজাড় করে দিতে চাইবেন দলের সকল ফুটবলাররা।