কলিঙ্গ সুপার কাপে (Super Cup 2023) জয় দিয়ে শুরু করল মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। হায়দ্রাবাদের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জিতেছে সবুজ মেরুন ব্রিগেড। জয় পেলেও এদিনের ম্যাচে একেবারে নিশ্চিত হতে পারবেন না বাগান সমর্থকরা।
ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই এগিয়ে গিয়েছিল হায়দ্রাবাদ এফসি। মাত্র ৭ মিনিটের মাথায় নিজামের শহরের দল নিজেদের পক্ষে স্কোরলাইন করে নেয় ১-০। এরপর ম্যাচে ফিরে আসার জন্য চাপ দিতে শুরু করে সুপার জায়ান্ট। তবুও বিরতির আগে পর্যন্ত গোলের দেখা পায়নি বাগান।
দলের সেরা বিদেশি ফুটবলারদের সঙ্গে নিয়ে মাঠে নেমেছিল মোহন বাগান সুপার জায়ান্ট। অন্য দিকে হায়দ্রাবাদ এফসিতে সমস্যার ঘনঘটা। ইন্ডিয়ান সুপার লীগের মাঝমাঝি সময়ে স্কোয়াডের অনেকে দল ছেড়ে বিদায় নিয়েছেন। দলের প্রধান কোচ ও বিদেশি ফুটবলারদের অনেকে ভারত ছেড়েছেন ইতিমধ্যে। যার ফলে সুপার কাপে জুনিয়র ফুটবলারদের নিয়ে দল সাজিয়েছে হায়দ্রাবাদ। তারপরেও ভালো লড়াই দিচ্ছে তারা।
ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও ভালো খেলেছিল হায়দ্রাবাদ এফসি। লাল হলুদ ব্রিগেডের জোড়া গোল দিয়েছিল তারা। বাগানের বিরুদ্ধে এক গোল। যদিও কোনো ম্যাচেই হলুদ ব্রিগেড জিততে পারেনি। বিরতির পর ভুলের খেসারত দিয়েছে দল। আত্মঘাতী গোলে স্কোরলাইন হয় ১-১। এরপর পেনাল্টি থেকে বাগানের হয়ে জয় সূচক গোলটি করেন দিমি পেত্রাতস।
Comeback at Kalinga!!!🤩⏱️
Excellent resolve and character shown by the boys 👏
We comeback to overturn the deficit and earn all 3⃣ points at #KalingaSuperCup 🥳#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/7cSFyUxg8P
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) January 14, 2024