এবারের কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League) শুরুটা ইতিবাচক ছিল না মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তাঁদের পরাজিত হতে হয়েছিল পুলিশ অ্যাথলেটিক ক্লাবের কাছে। যা নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা ছিল সমর্থকদের কাছে। যদিও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি সবুজ-মেরুনের। দ্বিতীয় ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স দলকে পরাজিত করলে ও বজায় ছিল না সেই ছন্দ। তারপর বেশ কয়েক ম্যাচে পয়েন্ট নষ্ট করতে হয়েছিল ডেগি কার্ডোজোর ছেলেদের। তবে কালীঘাট মিলন সংঘকে আটকে দিয়ে ডার্বি ম্যাচে মাঠে নামলেও কাজের কাজ কিছুই হয়নি।
Also Read | জাতীয় দলের এই দুই ফুটবলারের যোগদানের কথা ঘোষণা করল ইস্টবেঙ্গল
কল্যানীর বুকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে পরাজিত হতে হয়েছিল বিনো জর্জের ছেলেদের কাছে। একটা সময় সেই ম্যাচে পিছিয়ে থাকতে হলেও পরবর্তীতে সমতায় ফিরেছিল কিয়ান নাসিরিরা। কিন্তু অনায়াসেই পরবর্তীতে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিলেন ডেভিড লালহানসাঙ্গা। তারপর আর ম্যাচে ফিরে আসা সম্ভব হয়নি। তবে সেই হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোই এখন অন্যতম লক্ষ্য কলকাতা ময়দানের এই প্রধানের। কিন্তু কবে পরবর্তী ম্যাচ খেলতে নামবে সবুজ-মেরুন শিবির। অবশেষে প্রকাশিত হল নয়া সময়সূচি। সেই অনুযায়ী আগামী ১৩ই আগস্ট মেসার্স ক্লাবের বিপক্ষে খেলতে নামবে মোহনবাগান।
Also Read | কবে শহরে আসছেন দিমিত্রি পেত্রাতোস? জানুন
অন্যান্য ম্যাচ গুলির মতো এদিন ও বিকেল তিনটে থেকে শুরু হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে কোনও স্টেডিয়াম নয়। এবার মোহনবাগানের ক্লাবের মাঠেই খেলতে নামবে দল। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। তবে শুধুমাত্র এই একটি ম্যাচ নয়। পরবর্তীতে আরও বেশ কয়েকটি ম্যাচ আয়োজিত হতে চলেছে সবুজ-মেরুনের মাঠে। এখন সেদিকেই নজর থাকবে সকল সমর্থকদের। বর্তমানে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। অন্যদিকে, এক ম্যাচ বেশি খেলে ১১ পয়েন্ট নিয়ে তাঁদের উপরে রয়েছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।
পরবর্তী ম্যাচ জিতে নিজেদের উপরে নিয়ে আসাই অন্যতম লক্ষ্য থাকবে ডেগি কার্ডোজোর। সেইসাথে গত মরসুমে খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও এবার দলকে সুপার সিক্সে নিয়ে গিয়ে চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকতে চাইবেন সবুজ-মেরুন ফুটবলাররা।