মেহেতাব সিংকে প্রায় নিশ্চিত করে ফেলল এই ফুটবল ক্লাব

আইএসএলের শিল্ড ও লিগ কাপ জয়ের মধ্য দিয়েই শেষ সিজন শেষ করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। যারফলে সৃষ্টি হয়েছিল নয়া ইতিহাস। বলতে…

Mehtab Singh Mumbai City FC

আইএসএলের শিল্ড ও লিগ কাপ জয়ের মধ্য দিয়েই শেষ সিজন শেষ করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। যারফলে সৃষ্টি হয়েছিল নয়া ইতিহাস। বলতে গেলে দেশের প্রথম ও একমাত্র দল হিসেবে এক মরসুমে লিগ কাপ জয় করার পাশাপাশি লিগ শিল্ড ঘরে তুলে নিয়েছিল সবুজ-মেরুন। সেই নিয়ে খুশির আমেজ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। সেই সুবাদে এবার ও এএফসির মঞ্চে প্রতিনিধিত্ব করবে সবুজ-মেরুন দল। গতবার আন্তর্জাতিক ক্ষেত্রে খুব একটা সুবিধা করা সম্ভব না হলেও এবার সাফল্য পাওয়াই প্রধান চ্যালেঞ্জ মোলিনার। সেক্ষেত্রে গতবারের অধিকাংশ ফুটবলারদের উপরেই ভরসা রাখলেও দলের মধ্যে যে বেশকিছু পরিবর্তন আসবে সেই ইঙ্গিত মিলেছিল আগেই।

Also Read | 

   

সেক্ষেত্রে বিদেশি ফুটবলারদের তুলনায় এবার ভারতীয় ব্রিগেডের উপরেই বাড়তি নজর দিচ্ছে ম্যানেজমেন্ট। বলাবাহুল্য, দলের রক্ষণভাগকে মজবুত করতে গত মাসেই টেকচাম অভিষেক সিংকে দলে যুক্ত করেছে মোহনবাগান। তবে আরও এক ভারতীয় ডিফেন্ডারকে দলে যুক্ত করার পরিকল্পনা রয়েছে ময়দানের এই প্রধানের। ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই সেক্ষেত্রে বেশ কয়েক মাস ধরেই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল মেহেতাব সিংয়ের (Mehtab Singh) নাম। গত সিজন পর্যন্ত রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসির হয়ে খেলেছিলেন পাঞ্জাবের এই সেন্টার ব্যাক। যেখানে আইএসএলে মোট ২২টি ম্যাচ খেলতে দেখা গিয়েছিল জাতীয় দলের এই ফুটবলারকে। তার মধ্যে একটি গোল ও ছিল এই তারকার।

Also Read | 

Advertisements

সবদিক মাথায় রেখেই তাঁকে নিতে ঝাঁপিয়েছে সবুজ-মেরুন। কিন্তু তাঁরা একা নয়। দেশের প্রথম ডিভিশনের একাধিক ফুটবল ক্লাবের নজর ছিল মেহেতাবের দিকে। পরবর্তীতে এই ফুটবলারকে দলে নেওয়ার ক্ষেত্রে বাকিদের তুলনায় অনেকটাই এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। এবার মনে করা হচ্ছে এই ভারতীয় ডিফেন্ডারের সবুজ-মেরুনে যোগদান কার্যত সময়ের অপেক্ষা। যারফলে সব ঠিকঠাক থাকলে হয়তো খুব শীঘ্রই তাঁর যোগদানের কথা ঘোষণা করে দেবে গতবারের আইএসএল জয়ী ফুটবল দল। সেটা নিঃসন্দেহে বিরাট বড় পাওনা হবে সমর্থকদের কাছে।

বলাবাহুল্য, গত সিজনে পেট্র ক্র্যাটকির শক্তিশালী মুম্বাই সিটি এফসির হয়ে যথেষ্ট ভালো ফুটবল খেলেছিলেন এই ভারতীয় সেন্টার ব্যাক। প্রতিপক্ষের আক্রমণভাগকে ভোঁতা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই তারকার। মোহনবাগানে যোগদান করলেও এই নয়া মরসুমে ও নিজেকে প্রমাণ করতে চাইবেন তিনি।