কলকাতা, ২১ সেপ্টেম্বর, ২০২৫: ডুরান্ড কাপ এখন অতীত। আসন্ন ফুটবল টুর্নামেন্ট গুলিতে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant )। সেই পরিকল্পনা নিয়েই গত মঙ্গলবার এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের অভিযান শুরু করেছিল হোসে মোলিনার ছেলেরা। নিজেদের ঘরের মাঠে তাঁদের লড়াই করতে হয়েছিল তুর্কমেনিস্তানের শক্তিশালী ফুটবল ক্লাব আহাল এফকের বিপক্ষে। পুর্ন সময়ের শেষে একটি গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল বিদেশি ফুটবল ক্লাবটি। সম্পূর্ণ শক্তি নিয়ে ও ঘরের মাঠে দলের এমন পরাজয় কিছুতেই মেনে নিতে পারেননি সমর্থকরা।
এই হতাশা কাটিয়ে খুব শীঘ্রই নিজেদের পুরনো ছন্দের ফিরতে চাইবেন মোলিনা। কিন্তু এবার লড়াই যে আরও কঠিন। আগামী ৩০শে সেপ্টেম্বর ইরানের শক্তিশালী ফুটবল ক্লাব সেপাহান এফসির সঙ্গে লড়াই করবে গতবারের আইএসএল জয়ীরা। ইরানের ঘরের মাঠে সেই দল যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা ভাল মতই জানেন প্রত্যেকে। সেই কথা মাথায় রেখেই এবার গোটা দল নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন বাগানের স্প্যানিশ বস। আহাল ম্যাচের পর দলের ফুটবলারদের বেশ কয়েকদিন ছুটি থাকলেও এবার ফের অনুশীলনে যোগ দিয়েছেন সকলে।
তবে এই ম্যাচের আগেও খেলোয়াড়দের চোট সমস্যা যথেষ্ট চাপে রাখছে মোলিনাকে। বলাবাহুল্য, এএফসির প্রথম ম্যাচে চোটের কারণে মনবীর সিংকে মাঠে পায়নি সবুজ-মেরুন। তাঁর অনুপস্থিতি ব্যাপক প্রভাব ফেলেছিল দলের পারফরম্যান্সে। কিয়ান নাসিরি থেকে শুরু করে সাহাল আব্দুল সামাদের মত ফুটবলাররা থাকলেও গোলের খরা মেটেনি। নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে এবার অ্যাওয়ে ম্যাচে থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করে সমর্থকদের মুখে হাসি ফোটানোই অন্যতম লক্ষ্য জেসন কামিন্সদের। তাই শনিবারের অনুশীলনের প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছিল ফুটবলারদের।
রিকভারি সেশনে সতীর্থ ফুটবলারদের সঙ্গেই দেখা গিয়েছিল মনবীর সিং এবং অনিরুদ্ধ থাপাকে। কিন্তু পরবর্তীতে সাইড লাইনে নিজের মতো করেই অনুশীলন করেন মনবীর। অপরদিকে দলের ফিজিওর সঙ্গেই সময় কাটান অনিরুদ্ধ থাপা। দ্বিতীয় ম্যাচের আগে এখনও বেশ কিছুদিন সময় থাকায় খেলোয়াড়দের পুরো ফিট করে নিতে চাইছে ম্যানেজমেন্ট।