
এবারের এই সিজনের শুরুটা ভালো হয়নি মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে চূড়ান্ত সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। আটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে। পড়শী ক্লাব ইস্টবেঙ্গলের কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিলেন সমর্থকরা। যদিও পরবর্তীতে পড়শীদলকে পরাজিত করেই ঐতিহাসিক আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মেরিনার্সরা। কিন্তু সেই ধারা বজায় থাকেনি সুপার কাপে। গ্রুপ পর্বে আটকে গিয়েই ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে।
তারপর থেকেই তৎকালীন কোচ হোসে মোলিনাকে নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছিল সকলের মাঝে। স্বাভাবিকভাবেই কোচ যে বদল হবে সেটা স্পষ্ট ছিল। এই পরিস্থিতিতে তাঁকে বিদায় জানিয়ে গত নভেম্বরেই নতুন কোচের নাম ঘোষণা করেছে ম্যানেজমেন্ট। দায়িত্ব পেয়েছেন ওডিশা এফসির প্রাক্তন কোচ সার্জিও লোবেরা। তার তত্ত্বাবধানে চিঠির মধ্যেই বেশ কিছুটা সময় অনুশীলন করেছে গোটা দল। তবে বড়দিনের পাশাপাশি বর্ষবরণের জন্য বেশ কিছুটা সময় ছুটি ছিল বাগান অনুশীলনে। তবে জানা গিয়েছিল যে জানুয়ারির প্রথম দিক থেকেই ফের অনুশীলন শুরু করবে মোহনবাগান।
সেটাই হচ্ছে এবার। জানা গিয়েছে আগামী ৩রা জানুয়ারি থেকেই ফের অনুশীলনে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। যতদূর খবর, বিকেল চারটে বেজে তিরিশ মিনিট থেকে ফের প্রস্তুতি শুরু করছে ময়দানের এই প্রধান। এখন যেদিকে তাকিয়ে রয়েছেন সকল সমর্থকরা। দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলের দিনক্ষণ এখনো পর্যন্ত চূড়ান্ত না হলেও মনে করা হচ্ছে খুব শীঘ্রই সামনে আসবে সমস্ত কিছু। তাঁর আগে দলের পুরনো ছন্দ ফেরানোই অন্যতম লক্ষ্য সার্জিও লোবেরার।
পুরনো সমস্ত হতাশা ভুলে এবার আগামী দিনে ভালো পারফরম্যান্স করাই প্রধান লক্ষ্য শুভাশিস বসু থেকে শুরু করে জেমি ম্যাকলারেনদের।










