HomeSports NewsMohun Bagan Super Giant : 'মোহনবাগানের সমান আর কোনও ক্লাব নেই...', হাওয়া...

Mohun Bagan Super Giant : ‘মোহনবাগানের সমান আর কোনও ক্লাব নেই…’, হাওয়া গরম করলেন অ্যালবার্তো

- Advertisement -

আসন্ন ইন্ডিয়ান সুপার লিগের আগে প্রত্যেকটা দলই নিজেদের সংসার গুছিয়ে নিতে চাইছে। ব্যতিক্রম নয় মোহানবাগান সুপার জায়ান্টও। গত মরশুমে লিগ শিল্ডের খেতাব জয় করলেও অল্পের জন্য হাতছাড়া হয়েছে ISL ট্রফি। সেকারণে আসন্ন মরশুমে দলের শক্তি আরও বাড়াতে চাইছে সবুজ-মেরুন ব্রিগেড। আর সেকারণেই স্প্যানিশ ডিফেন্ডার অ্যালবার্তো রডরিগসকে ইতিমধ্যেই তুলে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ইতিপূর্বে অ্যালবার্তো ইন্দোনেশিয়ার ক্লাব পারসিব বানদাংয়ে খেলতেন। আর সবুজ-মেরুন ব্রিগেডে যোগ দিতে না দিতেই কার্যত হুঙ্কার দিয়ে বসলেন রডরিগস।

   

মোহনবাগান সুপার জায়ান্ট মিডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বললেন, ‘গত কয়েকবছর ধরেই আমি ইন্ডিয়ান সুপার লিগ নিয়মিত দেখছি। কীভাবে দাপুটে পারফরম্যান্সের দৌলতে মোহনবাগান আইএসএল শিল্ড জয় করেছে, সেটাও আমি দেখেছি। কিন্তু, একমাত্র দলের সমর্থকদের দিকে তাকিয়েই আমি এই ক্লাবে যোগ দিয়েছি।’

৩১ বছর বয়সি এই ফুটবলারের মধ্যে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। ইতিপূর্বে ইউরোপ এবং ইন্দোনেশিয়ার বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন তিনি। আশা করা যায়, বাগানের রক্ষণভাগ আরও মজবুত করতে তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করবেন।

East Bengal FC : দলের জয়টাই সবার আগে, ডুরান্ডে আগামী ম্যাচের আগে ‘হুঙ্কার’ তালালের

ওই সাক্ষাৎকারে রডরিগস আরও যোগ করেন, ‘আমি যখন একটা দর্শকভর্তি কোনও স্টেডিয়ামে খেলতে নামি, তখন নিজের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করি। আর এইদিক থেকে ভারতে মোহনবাগানের সমকক্ষ আর কোনও ক্লাব নেই। দলের প্রতি সমর্থন এবং আবেগের দিক থেকে মোহনবাগান সমর্থকরাই সেরা। আমার প্রাথমিক লক্ষ্য হবে আইএসএল শিল্ডটা ধরে রাখা। পাশাপাশি এই ক্লাবের হয়ে প্রতিটা টুর্নামেন্টে জয়লাভ করা। জয় মোহনবাগান!’

অন্যদিকে মোহনবাগানের হেড কোচ হোসে মলিনাও রডরিগসকে পেয়ে যারপরনাই আনন্দিত। তিনি মনে করেন, এই স্প্যানিশ ডিফেন্ডারের অভিজ্ঞতা দলের কাছে সম্পদ হতে পারে।

‘ডি-ডি’ জুটিকে সামনে রেখে দল সাজাতে পারেন কুয়াদ্রত

বাগান কোচ বললেন, ‘অ্যালবার্তো একজন ডিফেন্ডার। ওর শক্তি এবং আক্রমণাত্মক মনোভাব দলের রক্ষণভাগকে আরও মজবুত করবে। একজন ভালো ডিফেন্ডার হওয়ার পাশাপাশি ও প্রতিপক্ষের আক্রমণও বানচাল করতে পারে। ও যে মোহনবাগানের হয়ে খেলছে, এতেই আমি যারপরনাই খুশি।’

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular