আনোয়ারের অভাব ভোগাতে পারে মোহনবাগানকে? চিন্তার ভাঁজ মলিনার কপালে

মরশুমের প্রথম ডার্বি ম্যাচ নিয়ে ইতিমধ্যেই শহর কলকাতায় উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আগামী রবিবার অর্থাৎ ১৮ অগস্ট ইস্টবেঙ্গল এফসি’র বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান সুপার…

মরশুমের প্রথম ডার্বি ম্যাচ নিয়ে ইতিমধ্যেই শহর কলকাতায় উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আগামী রবিবার অর্থাৎ ১৮ অগস্ট ইস্টবেঙ্গল এফসি’র বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা সাতটা থেকে এই ম্যাচের আয়োজন করা হবে। তবে এই ডার্বি ম্যাচ খেলতে নামার আগে মোহনবাগান কোচ হোসে মলিনা যে কিছুটা হলেও সতর্ক থাকবেন, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। বিশেষ করে দলের রক্ষণের উপর তিনি বেশি জোর দিতে চাইবেন।

‘এটাই আমার পরিচয়…’, ইস্টবেঙ্গলে যোগ দিয়ে এ কী বললেন আনোয়ার?

   

এই জায়গায় আনোয়ার আলির অভাব মোহনবাগানের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে। কীভাবে? আপনারা সকলেই জানেন যে কয়েকদিন আগেই প্লেয়ার স্টেটাস কমিটির থেকে নো অবজেকশন সার্টিফিকেট পাওয়ার পর আনোয়ার আলি মোহনবাগান সুপার জায়ান্ট থেকে ইস্টবেঙ্গল এফসি’তে যোগ দিয়েছেন। সেকারণে বাগানের রক্ষণে একটা বড়সড় ফাঁক তৈরি হয়েছে। টম অলড্রেড এবং অ্য়ালবার্তো রডরিগসের থেকে সবুজ মেরুন সমর্থকদের এক আকাশ প্রত্যাশা থাকলেও, এমন একটি বড় ম্যাচের চাপ তাঁরা কতটা গ্রহণ করতে পারবেন, তা নিয়ে বাংলার ফুটবল বিশেষজ্ঞদের যথেষ্ট সন্দেহ রয়েছে।

Mohun Bagan SG: জেসনকে সামনে রেখেই দল সাজাতে পারেন মলিনা

Advertisements

সত্যি কথা বলতে কী, আনোয়ার আলি মোহনবাগান ছেড়ে যাওয়ার পর থেকে মেরিনার্সদের হাতে ভালো কোনও ডিফেন্ডার আর নেই বললেই চলে। দীপেন্দু বিশ্বাস রয়েছেন বটে, কিন্তু কলকাতা ডার্বির চাপ নেওয়ার নিরিখে তাঁর বয়স অনেকটাই কম। সেকারণে এই ম্যাচে দীপেন্দুকে খেলানোর বাড়তি ঝুঁকি মলিনা আপাতত নেন কি না, সেইদিকে বাগান সমর্থকদের অবশ্যই নজর থাকবে। সর্বোপরি, আনোয়ারের অভাব মেটানো রবিবাসরীয় ম্য়াচে মোহনবাগানের সামনে যে একটা বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে, তা নিশ্চিন্তে বলা যেতেই পারে।

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শুরু থেকে দীপক টাংরি?

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত ডুরান্ড মরশুমে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দু’বার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। গ্রুপ পর্বের ম্যাচে নন্দকুমারের গোলে ইস্টবেঙ্গল জয়লাভ করলেও, ফাইনাল ম্যাচে সেই মোহনবাগানের কাছেই হেরে ট্রফি হাতছাড়া করেছিল তারা। এই পরিস্থিতিতে রবিবার প্রতিশোধের ডার্বিতে লাল-হলুদ ব্রিগেড যে একেবারে ছেড়ে কথা বলবে না, তা ময়দানের প্রতিটা ঘাস অক্ষরে অক্ষরে জানে।

Advertisements