Mohun Bagan : হাবাসের সিদ্ধান্ত, করে দেখাচ্ছেন কাউকো

Antonio Lopez Habas, Joni Kauko

সবুজ মেরুন (Mohun Bagan Super Giant) জার্সিতে আবার ফিরে এসেছেন জনি কাউকো (Johnny Kauko)। দেখে বোঝার উপায় নেই এতোগুলো মাস মাঠে বাইরে ছিলেন। যত সময় যাচ্ছে আরও খুলছে তাঁর খেলা। শনিবার করলেন হ্যাটট্রিক, অ্যাসিস্ট করার হ্যাটট্রিক। 

Advertisements

শনিবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ৪-২ গোলে জিতেছে মোহন বাগান সুপার জায়ান্ট। এই ম্যাচে অ্যাসিস্ট মানে গোল করানোর হ্যাটট্রিক করেছেন ফিনল্যান্ডের জনি কাউকো। লিস্টন কোলাসো, জেসন কামিন্স, সাহাল আব্দুল সামাদকে গোল করার জন্য তিনি বল বাড়িয়েছেন। মাঝমাঠ থেকে বুদ্ধিদীপ্ত পাস, ফাঁকা জায়গায় থাকা সতীর্থকে খুঁজে বের করার ক্ষেত্রে কাউকো এখনও পর্যন্ত অনবদ্য।

Advertisements

সিদ্ধান্ত অবশ্য মোহন বাগান সুপার জায়ান্ট কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের। হুগো বুমৌসকে বাদ দিয়ে জনিকে দলে নিয়ে আসার সিদ্ধান্তে ভ্রু কুঁচকেছিলেন। অনেকের আশঙ্কা ছিল কাউকোর ফিটনেস নিয়ে। এতো দিন পর মাঠে নেমে নিজেকে কতটা মানিয়ে নিতে পারবেন সে ব্যাপারে সংশয় ছিল বৈকি।

হাবাস তাঁর ছাত্রের ওপর পূর্ণ আস্থা রেখেছিলেন। এর আগে এক সাংবাদিক সম্মেলনে বাগান কোচ বলেছেন, “কাউকোকে ক্রমশ বেশি সময় ধরে খেলাব। এখনই শুরু থেকে বা পুরো ম্যাচ ওকে দিয়ে খেলানো যাবে না। প্রতি দিন যথাসম্ভব বেশিক্ষণ খেলাতে হবে ওকে।”