আগের মরসুম থেকেই মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) হয়ে খেলে আসছেন জেসন কামিন্স (Jason Cummings)। শুরুটা খুব একটা আহামরি ছিল না এই অস্ট্রেলিয়ান স্ট্রাইকারের। যারফলে কিছুটা হলেও নিরাশ হতে হয়েছিল সকল সমর্থকদের। তবে পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই দুরন্ত ছন্দে ধরা দিয়েছেন তিনি। গোল করার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে কামিন্সের। এমনকি আগের আইএসএলের ফাইনালে শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিপক্ষে তাঁর করা গোলেই এগিয়েছিল মোহনবাগান। চূড়ান্ত সাফল্য না আসলেও এই অজি বিশ্বকাপারের দক্ষতা ছিল যথেষ্ট প্রশংসনীয়।
যারফলে তাঁর সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল ম্যানেজমেন্ট। এবার নিরাশ করেননি তিনি। শেষ ফুটবল মরসুমের শুরু থেকেই নিজের পুরনো ছন্দের ধরা দিয়েছিলেন কামিন্স। সতীর্থ ফুটবলার জেমি ম্যাকলারেনের সঙ্গে জুটি অনেকটাই শক্তিশালী করে দিয়েছিল সবুজ-মেরুনের ফরোয়ার্ড লাইনকে। যারফলে বহু আগে থেকেই আইএসএলের লিগ শিল্ড জয়ের অন্যতম দাবীদার হিসেবে উঠে এসেছিল কলকাতা ময়দানের এই প্রধান। শেষ পর্যন্ত লিগের ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে এই খেতাবের অধিকারী হয় মোহনবাগান। কিন্তু সেখানেই থামেনি পালতোলা নৌকা ব্রিগেড।
ফাইনালে শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে আইএসএল লিগ কাপ ও জয় করে এই ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে বড়সড় চমক। বলতে গেলে ভারতীয় ক্লাব ফুটবলের ইতিহাসে প্রথম দল হিসেবে এক সিজনে আইএসএল লিগ শিল্ড এবং লিগ কাপ জয় করেছে মোহনবাগান। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। বর্তমানে সিজন শেষ হওয়ার ফলে বিদেশে নিজেদের মত করে সময় কাটাচ্ছেন সকল ফুটবলাররা। গত কয়েকদিন আগেই গল্ফ খেলায় মজতে দেখা গিয়েছিল জেমি ম্যাকলারেনকে।
তবে এবার ছুটির মুডে গল্ফ গ্ৰাউন্ডে দেখা গেল জেসন কামিন্সকে। ঘন্টা কয়েক আগেই সেই সংক্রান্ত বেশকিছু ছবি নিজের সোশ্যাল সাইটের স্টোরিতে দেন কামিন্স। সেখানে আবার দেখা গিয়েছে দলের আরেক তারকা ফুটবলার গ্ৰেগ স্টুয়ার্টকে। যা নিঃসন্দেহে খুশি করেছে সমর্থকদের।