আইএফএ শিল্ডের জন্য কাদের রেজিস্ট্রেশন করাল মোহনবাগান?

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এই নয়া সিজনের শুরুটা একেবারেই ভালো হয়নি মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং…

How to Watch Mohun Bagan vs Ahal FC Live Stream AFC CL Two 2025

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এই নয়া সিজনের শুরুটা একেবারেই ভালো হয়নি মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করার পাশাপাশি ডায়মন্ড হারবার এফসির মতো দলকে আটকে দিয়েছিল সবুজ-মেরুন। যা নিঃসন্দেহে নজর কেড়েছিল সকলের। কিন্তু পরবর্তীতে আর সেভাবে নিজেদের সেরাটা দিতে পারেননি দলের ফুটবলাররা। আটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে। সেই ম্যাচে পরাজিত হতে হয়েছিল দুর্বল ইস্টবেঙ্গলের কাছে। জেমি ম্যাকলারেন থেকে শুরু করে জেসন কামিন্সদের উপস্থিতিতে ও এই পরাজয় যথেষ্ট হতাশ করেছিল সকলকে।

Advertisements
Also Read | বৃহস্পতিবার রাতেই শহরে পা রাখছেন হিরোশি ইবুসুকি

সেই সমস্ত কিছু ভুলে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য মোহনবাগানের (Mohun Bagan)। সেইমতো এবারের এই ঐতিহ্যবাহী আইএফএ শিল্ডের জন্য খেলোয়াড়দের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে ম্যানেজমেন্ট। যেখানে গোলরক্ষক হিসেবে থাকছেন যথাক্রমে বিশাল কাইথ, দীপ্রভাত ঘোষ, সৈয়দ জাইদ বুখারি। রক্ষণভাগের জন্য রেজিস্টার করানো হয়েছে অধিনায়ক শুভাশিস বসু, টম অলড্রেড, আলবার্তো রদ্রিগেজ, টেকচাম অভিষেক সিং, দীপেন্দু বিশ্বাস, আশিষ রাই, মেহেতাব সিং। মিডফিল্ডারদের মধ্যে রেজিস্টার করানো হয়েছে অনিরুদ্ধ থাপা, অভিষেক সূর্যবংশী থেকে শুরু করে সাহাল আব্দুল সামাদ, দীপক টাংড়ি, গ্লেন মার্টিন্স।

বিজ্ঞাপন
Also Read |শনিবার থেকেই প্রাক-মরসুম প্রস্তুতি শুরু করতে চলেছে চেন্নাইয়িন 

এছাড়াও থাকছেন লাল্ডেনমাওয়াইয়া রালতে ওরফে আপুইয়া, থমসল টমসিং। আক্রমণভাগের জন্য রয়েছেন লিস্টন কোলাসো, দিমিত্রি পেত্রাতোস, রবসন রবিনহো, মনবীর সিং, কিয়ান নাসিরি‌, জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স, সুহেল আহমেদ ভাট। বলাবাহুল্য, এই মুহূর্তে স্কোয়াডের তিন ফুটবলার তথা লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ এবং দীপক টাংড়ি জাতীয় শিবিরে থাকলেও পরবর্তীতে হয়তো টুর্নামেন্টের বিজয়ী নির্ণায়ক ম্যাচে খেলতে দেখা যেতে পারে তাঁদের। সেক্ষেত্রে নির্ভর করছে মোহনবাগানের (Mohun Bagan) গ্ৰুপ পর্বের পারফরম্যান্স।‌

আজ কিছুক্ষণ পরেই প্রথম ম্যাচে শক্তিশালী গোকুলাম কেরালা এফসির বিপক্ষে খেলতে নামবে সবুজ-মেরুন। এখন এসএসইএনের মধ্য দিয়ে এই ম্যাচেই নজর সকলের।