চলতি সিজনের শুরুটা খুব একটা ইতিবাচক ছিল না মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant)। পরাজিত হতে হয়েছিল ঐতিহ্যবাহী ডুরান্ডের ফাইনাল ম্যাচ। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আইএসএলের প্রথম ম্যাচ খেলতে নামে কলকাতা ময়দানের এই প্রধান দল। তবে এগিয়ে থেকেও আসেনি জয়। যা নিয়ে কিছুটা হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। তবে সময়ের সাথে সাথেই অনবদ্য ছন্দে ধরা দেয় কলকাতা ময়দানের এই প্রধান। শুরুরু দিকে ইন্ডিয়ান সুপার লিগের লিগ টেবিলের বেশ কিছুটা তলানিতে থাকতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি জোসে মোলিনার ছেলেদের।
Also Read | আইলিগের এই ডিফেন্ডারের দিকে নজর আইএসএলের একাধিক ক্লাবের
যারফলে খুব সহজেই টুর্নামেন্টের বাকি দলগুলির থেকে অনেকটাই এগিয়ে যায় সবুজ-মেরুন ব্রিগেড। যারফলে গত ফুটবল সিজনের মতো এবার ও শিল্ড জয় করতে খুব একটা অসুবিধা হয়নি মোহনবাগানের। তবে শুধুমাত্র লিগ শিল্ড নয়। এই ধারা বজায় রেখেই লিগ কাপ জয়ের পরিকল্পনা ছিল মেরিনার্সদের। তবে ঘরের মাঠে ম্যাচ হলেও শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিপক্ষে সহজে যে জয় আসবে না সেটা ভালো মতোই জানতেন সকলে। সেইমতো গোটা দলকে প্রস্তুত করেছিলেন স্প্যানিশ কোচ। শেষ পর্যন্ত নির্ধারিত নব্বই মিনিটের মধ্যে ম্যাচ শেষ না হলেও অতিরিক্ত সময় বাজিমাত করে যায় মোহনবাগান।
Also Read | এডগার মেন্ডেজের বিকল্প খুঁজছে বেঙ্গালুরু, কে আসবেন?
সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। এবার কলিঙ্গ সুপার কাপে ও এই ধারা বজায় রাখার লক্ষ্য রয়েছে বাগান ব্রিগেডের। সেইসাথে এখন থেকেই নতুন মরসুমের জন্য ঘর গোছানোর কাজে হাত দিতে চায় ম্যানেজমেন্ট। এক্ষেত্রে বিদেশি ফুটবলারদের মতোই একাধিক দেশীয় ফুটবলারদের দিকে ও নজর রয়েছে ময়দানের এই প্রধানের। সেক্ষেত্রে গত কয়েক মাস ধরেই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল পার্থিব গগৈয়ের নাম। তবে তিনি একানন। নর্থইস্ট ইউনাইটেডের আরও এক ফুটবলারের দিকে নজর ছিল বাগানের।
তবে বর্তমানে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে পার্থিবের নাম। এই আইএসএলে মোট চারটি গোল করেছেন এই ভারতীয় উইঙ্গার। এছাড়াও একটি গোল কন্ট্রিবিউশন ও থেকেছে এই তারকার। এছাড়াও প্রায় প্রতিটি ম্যাচেই নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন তিনি। সব দিক মাথায় রেখেই তাঁকে নিয়ে যথেষ্ট আগ্ৰহী মেরিনার্সরা। শোনা যাচ্ছে কথাবার্তা ও নাকি শুরু হয়ে গিয়েছে উভয় তরফ থেকে।