Mohun Bagan : আইএসএলের ম্যাচ সূচী নিয়ে এবার ক্ষোভ প্রকাশ বাগান কোচের 

আইএসএলের (Indian Super League) প্রথম থেকেই অনবদ্য ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan Super Giant)। টুর্নামেন্টের নতুন দল পাঞ্জাব এফসিকে হারিয়ে তারা যে অভিযান শুরু করেছিল…

Antonio Lopez Habas

আইএসএলের (Indian Super League) প্রথম থেকেই অনবদ্য ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan Super Giant)। টুর্নামেন্টের নতুন দল পাঞ্জাব এফসিকে হারিয়ে তারা যে অভিযান শুরু করেছিল তা পরবর্তীতে এগিয়ে গিয়েছিল অনেকটা দূর। তবে চোট সমস্যার পাশাপাশি খেলোয়ারদের কার্ড সমস্যার দরুণ এবারের এএফসি কাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যেতে হয়েছে শুভাশিসদের। তারপর থেকেই কিছুটা এলোমেলো হয়ে গিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। পরবর্তীতে সার্জিও লোবেরার শক্তিশালী ওডিশার পাশাপাশি এফসি গোয়া এমনকি মুম্বাই সিটি এফসির মতো ফুটবল দলের কাছে হারতে হয়েছিল তাদেরকে। বলতে গেলে, এই প্রথমবার ইন্ডিয়ান সুপার লিগে হারের হ্যাটট্রিক থেকেছে মোহনবাগানের। 

কিন্তু টুর্নামেন্টের দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে নিজেদের পড়শী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে হার বাঁচিয়ে লড়াই করলেও দ্বিতীয় ম্যাচ থেকেই দুরন্ত ছন্দে থেকেছে দল। তারা পরাজিত করেছে দুর্বল হায়দরাবাদ এফসির পাশাপাশি মানলো মার্কেজের এফসি গোয়ার মত ফুটবল দলকে।

   

উল্লেখ্য, নিজেদের ঘরের মাঠে এফসি গোয়ার কাছে ধরাশায়ী হতে হলেও দ্বিতীয় লেগেই বদলা নিয়েছে বাগান ফুটবলাররা। অ্যাওয়ে ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়েই শহরে ফিরেছে হাবাসের ছেলেরা। এবার নিজেদের ঘরের মাঠে তাদের লড়াই করতে হবে হুয়ান পেদ্রো বেনোলীকের নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে। এই ম্যাচ জিততে পারলেই এবারের আই এস এল এর প্রথম চারের কার্যত নিশ্চিত হয়ে যাবে মোহনবাগান। 

তাই আগামীকালের এই ম্যাচ যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে মেরিনার্সদের কাছে। তবে এই ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যথেষ্ট বিরক্ত থাকতে দেখা যায় মোহনবাগানের বর্তমান কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসকে। বিশেষ করে টুর্নামেন্টের ম্যাচ সূচী নিয়ে খুব একটা খুশি নন এই স্প্যানিশ হেডস্যার। পূর্বেও আইএসএলের ম্যাচ সূচী নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতকে। এবার সেই পথেই হাঁটলেন হাবাস।

তিনি বলেন, ভারতীয় ক্লাব ফুটবলের সূচী নির্মাণের ক্ষেত্রে প্রতিটি দল ও ফুটবলারদের বিশ্রামের কথা মাথায় রাখা উচিত। এক্ষেত্রে কোন দল ম্যাচের আগে মাত্র দুই দিন অনুশীলন করার সময় পাচ্ছে তো আবার কোন দল পাচ্ছে একটা সপ্তাহ। তাই সবদিক বিচার বিবেচনা করেই সূচী নির্মাণ করা উচিত। আসলে কয়েকদিন আগেই গোয়া গিয়ে তিন পয়েন্ট ছিনিয়ে নিয়ে এসেছে মোহনবাগান। মাঝে একটা দিন মাত্র বিশ্রাম নিয়েই ফের ম্যাচ। এটি যথেষ্ট প্রভাব ফেলতে পারে ফুটবলারদের পারফরম্যান্সে।