রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করতে এই দুই তরুণকে যুক্ত করল সবুজ-মেরুন

Bharat Lairenjam and Rohit Singh Yemdrembam
Bharat Lairenjam and Rohit Singh Yemdrembam

এই মরসুমের শুরুটা খুব একটা ভালো হয়নি মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের যুব দলের। কলকাতা ফুটবল লিগের প্রথম ম্যাচেই তাঁদের পরাজিত হতে হয়েছিল পুলিশ অ্যাথলেটিক ক্লাবের কাছে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। যদিও সেই পরাজয় থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করেছে ময়দানের এই প্রধান। কালীঘাট স্পোর্টস লাভার্সকে হারিয়ে জয়ের সরণিতে ফিরেছে মোহনবাগান। এবার সেই ছন্দ বজায় রেখেই আজ রেলওয়ে এফসির বিপক্ষে খেলতে নামবে ডেগি কার্ডোজোর ছেলেরা। বর্তমানে এই ম্যাচের দিকেই নজর রয়েছে সকলের।

তবে এসবের মাঝেই দলের রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করতে গত কয়েকদিন ধরে একাধিক যুব ফুটবলারকে দলের সই করিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। সময়ের সাথে সাথে ক্রমশ দীর্ঘ হয়েছে সেই তালিকা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও দুই ফুটবলারের নাম। যাদের মধ্যে রয়েছেন ভরত লায়রেঞ্জাম এবং রোহিত সিং ইয়েমড্রেম্বাম। কলকাতা ময়দানের এই প্রধানে‌ যোগদান করার পূর্বে ক্লাসিক ফুটবল অ্যাকাডেমির সঙ্গে যুক্ত ছিলেন এই দুই তরুণ প্রতিভা। পূর্বে রিলায়েন্স কতৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগ সহ অনূর্ধ্ব সতেরো যুব লিগের একাধিক ম্যাচ খেলেছিলেন ভরত।

   

যার মধ্যে প্রায় সব মিলিয়ে প্রায় ছয়টি গোল ছিল মনিপুরের এই ফুটবলারের। এবার দেশের অন্যতম শক্তিশালী ক্লাবের জার্সিতে নিজেদের মেলে ধরার লড়াই। অপরদিকে ক্লাসিক ফুটবল অ্যাকাডেমির জার্সিতে রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগে প্রায় নয়টি ম্যাচ খেলেছিলেন রোহিত সিং ইয়েমড্রেম্বাম। যার মধ্যে দুইটি গোল ছিল এই তরুণ সেন্ট্রাল মিডফিল্ডারের। নতুন সিজনে বাগানের জার্সিতে এবার নিজেকে মেলে ধরতে বদ্ধপরিকর এই ফুটবলার।

বলাবাহুল্য, শেষ সিজনে সিনিয়র দলের পাশাপাশি পাল্লা দিয়ে সাফল্য পেয়েছে বাগানের যুব দল। বাংলার প্রথম দল হিসেবে আর এফডিএল চ্যাম্পিয়ন হয়েছে মেরিনার্সরা। এবার ও সেই ধারা বজায় রাখার লক্ষ্য থাকবে সকলের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন