Mohun Bagan : এবার এই দুর্নামও ঘুচিয়ে দিতে পারেন হাবাস

Mohun Bagan Coach Antonio Lopez Habas

ইন্ডিয়ান সুপার লীগ (Indian Super League) খেতাব জয়ের পরেও কিছু ব্যাপারে অ্যান্টোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) দুর্নাম রয়েছে। যার মধ্যে একটি, অভিজ্ঞ স্প্যানিশ কোচ জুনিয়র ফুটবলারদের বেশি সুযোগ দেন না। এবার এই অভিযোগ ঘুচিয়ে দিতে পারেন হাবাস। 

মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant), এটিকে একটি মোহন বাগান করার হোক কিংবা শুধু এটিকে, ভারতীয় ফুটবল প্রেমীদের অনেকের অভিযোগ, বহু প্রতিভা হারিয়ে গিয়েছে কলকাতার এই ক্লাবে যোগ দেওয়ার পর। পর্যাপ্ত সুযোগ না দেওয়ার ফলেই নাকি অনেকের প্রতিভার প্রতি সুবিচার এখনও সম্ভব হয়নি। মাঝে মধ্যে উঠে আসে সুমিত রাঠির নাম। কোন ফুটবলারকে সুযোগ দেওয়া হবে কিংবা হবে না সেটা অনেক বিষয়ের ওপর নির্ভর করে। বাইরে থেকে হলফ করে তা বলা যায় না। 

   

অন্যান্যবারের তুলনায় এবার অ্যান্টোনিও লোপেজ হাবাসের পরিকল্পনায় বদল রয়েছে। তারকা ফুটবলারদের পাশাপাশি তরুণ বা জুনিয়র ফুটবলারদের ধারাবাহিকভাবে তিনি সুযোগ দিচ্ছেন। এমনকি দলের স্টার ফুটবলারকে বসিয়ে রাখতেও দ্বিধা বোধ করেননি কোচ। 

হাবাসের কোচিংয়ে ধারাবাহিকভাবে খেলছেন দীপেন্দু। তরুণ এই ডিফেন্ডারের পুরো কোচ ভরসা করেছেন। এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে দারুণ খেলেছেন তিনি। রিজার্ভ বেঞ্চ থেকে সহায়তা করছেন রাজ বাস্ফোর। কিয়ান নাসিরি, অভিষেক সূর্যবংশী, হামতেদেরও অবস্থা বুঝে খেলছেন অ্যান্টোনিও লোপেজ হাবাস। তিনি দায়িত্ব নেওয়ার পর ঘুরে দাঁড়িয়েছে দল। ইন্ডিয়ান সুপার লীগ পয়েন্ট তালিকার এক নম্বর হওয়ার দৌড়ে প্রবলভাবে ফিরে এসেছে পালতোলা নৌকা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন