Mohun Bagan: মোহনবাগানের আরও এক ফুটবলার চোটের কবলে

Dippendu Biswas is a Mohun Bagan Super Giant

ডার্বি পরাজয়ের সঙ্গে চোট সমস্যা। ফের চিন্তায় মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। রবিবার চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল বাগানের এক ফুটবলারকে।

আরএরডিএল-এ রবিবার ফের মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল। এর আগের ডার্বিতে মোহনবাগান ইস্টবেঙ্গলকে ৫-১ গোলে হারিয়েছিল। গতকালের ম্যাচে ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারিয়েছে ২-০ গোলে। খেলার শেষের দিকে পেনাল্টি থেকে গোল করতে পারেননি বাগানের সুহেল আহমেদ ভাট।

   

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পরাজয়ের ফলে বাগানের ওপর চাপ বাড়বে। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আসন্ন ম্যাচগুলোতে জিততে চাইবে মোহনবাগান সুপার জায়ান্ট। এরই মধ্যে বাগানে ফের চোট সংবাদ। এই চোট সবুজ মেরুনের জুনিয়র দলের পাশাপাশি সিনিয়র দলকেও চিন্তায় রাখবে যথেষ্ট। যদিও চোট আসলে কতটা গুরুতর সেটা ক্লাবের পক্ষ থেকে এখনো প্রকাশ্যে কিছু জানানো হয়নি।

উদ্বেগ বাড়ছে সবুজ মেরুন ব্রিগেডের তরুণ ফুটবলার দীপেন্দু বিশ্বাসকে কেন্দ্র করে। দীপেন্দুর চোট কতটা গুরতর সে ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল বাগানের যুব দলের কোচ বাস্তব রায়ের কাছে। তিনিও তখন ভেঙে কিছু বলেননি। তবে চিন্তায় যে রয়েছেন সেটা স্পষ্ট। দীপেন্দু জুনিয়র দলের পাশাপাশি সিনিয়র দলের হয়েও খেলার সুযোগ পাচ্ছেন। ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান সুপার জায়ান্টের আগামী ম্যাচ চেন্নাইন এফসির বিরুদ্ধে। সেই ম্যাচের আগে দীপেন্দু সুস্থ হয়ে ওঠেন কি না এখন সেটাই দেখার বিষয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন