Deepak Darpan Mardi: মৎসজীবির ছেলের গোলে কুপোকাত মোহনবাগান

প্রীতম সাঁতরা:  অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস অ্যাকাডেমির কাছে পরাজিত মোহনবাগান সুপার জায়ান্ট। আরএফডিএল টুর্নামেন্টে ২-১ গোলে বাগানকে হারিয়েছে অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস অ্যাকাডেমি। বাগানের বিরুদ্ধে গোল করেছেন পুরুলিয়ার বিবেকানন্দ ফুটবল অ্যাকাডেমির দীপক দর্পন মার্দি (Deepak Darpan Mardi)।

   

দীপকের ফুটবল মাঠে উত্থান বেশ চমকপ্রদ ও অনুপ্রেরণা দায়ক। বছর চার আগে চান্ডিল গ্রামের কাছে অবস্থিত গাঙ্গুডি গ্রাম থেকে নিজে এসেছিলেন পুরুলিয়ার মানবাজারে। মানবাজারে অবস্থিত বিবেকানন্দ ফুটবল অ্যাকাডেমি।

ছেলেবেলায় পড়াশুনার পাশাপাশি নিজের মতো করে গ্রামের ছেলেদের সঙ্গে ফুটবল খেলতেন দীপক। ফুটবলের প্রতি তাঁর ভালোবাসা বাড়তে থাকে। তারপর নিজেই চলে আসেন মানবাজারে, ভর্তি হন বিবেকানন্দ ফুটবল অ্যাকাডেমিতে।

“দীপকের বয়স কম হলেও ফুটবলের প্রতি ওর ভালোবাসা বা প্যাশান দুটোই প্রশংসা করার মতো। সবার আগে অনুশীলনে নেমে পড়ে। মাঠে কেউ না থাকলে ও নিজেই বল পায়ে নিজের মতো করে খেলে,” জানিয়েছেন অ্যাকাডেমির সভাপতি ডক্টর প্রশান্ত মাহাতো।

“রঞ্জন ভট্টাচার্য অনেক দিন আগেই ওকে স্পট করেছিলেন। রঞ্জনবাবু তখন বাংলা দলের কোচ ছিলেন। তখনই উনি বুঝেছিলেন দীপকের মধ্যে খেলা রয়েছে। এখন ও অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস অ্যাকাডেমির হয়ে খেলছে। মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে গোল পেয়েছে।”
চান্ডিল ড্যামে কখনও মাছ ধরেন, কখনও পর্যটকদের নিয়ে বোটে করে ঘোরান দীপকের বাবা শ্যামল মার্দি। ছেলে খেলাধুলায় ক্যারিয়ার গড়বে আলাদা করে সেরকম কোনো ভাবনা মার্দি পরিবারে ছিল না। কিন্তু ছেলে এখন বড় দলের বিরুদ্ধে খেলছে, গোল করছে। অবশ্যই খুশি দীপকের পরিবার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন