দলের সঙ্গে অনুশীলনে বাগানের এই দুই তারকা, ফিট হচ্ছেন থাপা

জয়ের মধ্য দিয়েই নতুন সিজন শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। এবারের ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে একের পর এক শক্তিশালী দলকে পরাজিত করে গ্ৰুপ…

Mohun Bagan Subhasish Bose, Kiyan Nassiri Back in Training for AFC Cup

জয়ের মধ্য দিয়েই নতুন সিজন শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। এবারের ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে একের পর এক শক্তিশালী দলকে পরাজিত করে গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। পরবর্তীতে যদিও বজায় থাকেনি সেই ধারাবাহিকতা। কোয়ার্টার ফাইনালে আটকে যেতে হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলের কাছে। যা এক কথায় বিরাট বড় ধাক্কা ছিল সকলের কাছে। ঐতিহ্যবাহী সেই ফুটবল টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হলেও আসন্ন এসিএল টায়ার টুয়ে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর মোহনবাগান দল।

Also Read | ভারতীয় ফুটবলে অবদান রাখার অঙ্গীকার, কী বললেন জন আব্রাহাম?

   

সেজন্য অনেক আগে থেকেই দলকে প্রস্তুত করতে শুরু করে দিয়েছেন বাগান কোচ হোসে মোলিনা। বলতে গেলে এই স্প্যানিশ কোচের তত্ত্বাবধানেই বর্তমানে কঠোর অনুশীলন করছে গোটা দল। হাতে মাত্র কয়েকটা দিন। তারপরেই এএফসির টুর্নামেন্টে অভিযান শুরু করবে বাগান ব্রিগেড। এখন সেদিকেই নজর রয়েছে সকল সমর্থকদের। কিন্তু তাঁর আগে খেলোয়াড়দের চোট সমস্যা যথেষ্ট ভোগাচ্ছিল ময়দানের এই প্রধানকে। বিশেষ করে দলের অধিনায়ক তথা ভরসাযোগ্য লেফট ব্যাক শুভাশিস বসু এবং আপফ্রন্টের অন্যতম ফুটবলার কিয়ান নাসিরির চোট থাকায় গত টুর্নামেন্টে কিছুটা হলেও সমস্যায় পড়তে হয়েছিল মেরিনার্সদের।

Also Read | এফসি গোয়ার এই উইঙ্গারের দিকে নজর সবুজ-মেরুনের

Advertisements

অবশেষে অনেকটাই মিটে গিয়েছে সেই সমস্যা। যারফলে সপ্তাহের প্রথমদিন থেকেই দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায় বাগান অধিনায়ক সহ কিয়ান নাসিরি‌র মতো ফুটবলারদের। যা কিছুটা হলেও চিন্তা কমাবে বাগান ব্রিগেডের। সব ঠিকঠাক থাকলে এএফসির প্রথম ম্যাচেই খেলতে দেখা যেতে পারে দলের এই দুই ফুটবলারকে। এছাড়াও অনেকটাই সুস্থ হয়ে উঠছেন সবুজ-মেরুনের মাঝমাঠের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার অনিরুদ্ধ থাপাকে। বলাবাহুল্য, গত ডার্বি ম্যাচের পরেই কিছুটা চোট সমস্যা দেখা দিয়েছিল এই ফুটবলারের।

তবে সময়ের সাথে সাথে অনেকটাই সুস্থ হয়ে উঠছেন এই ফুটবলার। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই হয়তো দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করবেন বছর সাতাশের এই সেন্ট্রাল মিডফিল্ডার। এছাড়াও সবুজ-মেরুনের অনুশীলনের প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে ধরা দিচ্ছেন নয়া ফুটবলার মেহেতাব সিং। যা কিছুটা হলেও স্বস্তি দেবে সবুজ-মেরুনের হেডস্যারকে।