গত বৃহস্পতিবার এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নেমেছিল ভারত। যেখানে তাঁদের প্রতিপক্ষ ছিল শক্তিশালী সিঙ্গাপুর ফুটবল দল। অ্যাওয়ে ম্যাচে তাঁদের পরাজিত করা যে খুব একটা সহজ কাজ হবে না সেটা ভালো মতোই জানতেন সকলে। তাই সবদিক মাথায় রেখেই খেলোয়াড়দের প্রস্তুত করেছিলেন নয়া দায়িত্বপ্রাপ্ত কোচ খালিদ জামিল। উল্লেখ্য, ম্যাচের প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছিল সিঙ্গাপুরের ফুটবলারদের। তবে সন্দেশ ঝিঙ্গান থেকে শুরু করে আনোয়ার আলিদের দক্ষতায় গোলের মুখ খুলতে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল তাঁদের।
Also Read | আইএফএ শিল্ডের জন্য কাদের রেজিস্ট্রেশন করাল মোহনবাগান?
কিন্তু প্রথমার্ধের শেষে, অতিরিক্ত সময় আচমকাই ভারতীয় রক্ষণভাগে হানা দিয়ে গোল তুলে নিয়েছিল সিঙ্গাপুর। যা ব্যাপকভাবে চাপে ফেলে দিয়েছিল ব্লু-টাইগার্সদের। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সেই গোল শোধ করতে মরিয়া হয়ে উঠেছিল সুনীল ছেত্রীরা। সেক্ষেত্রে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি সিঙ্গাপুর। তবে ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর দক্ষতায় নিয়ন্ত্রণে এসে গিয়েছিল পরিস্থিতি। শেষ পর্যন্ত ম্যাচের নব্বই মিনিটের মাথায় এসেছিল সেই বহু প্রতীক্ষিত গোল। রহিম আলির দৌলতে নিজেদের হার বাঁচাতে সক্ষম হয় ভারতীয় শিবির।
Also Read | সেপাহানের সঙ্গে খেলতে ইরান যাচ্ছে না মোহনবাগান, জারি হল বিবৃতি
দলের এমন পারফরম্যান্স কিছুটা হলেও আশাহত করেছে সকলকে। সেই ধাক্কা কাটিয়ে এবার ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর খালিদ জামিলের ছেলেরা। হাতে মাত্র কয়েকদিন। তারপরেই আগামী ১৪ই অক্টোবর এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে নামবে সুনীল ব্রিগেড। মারমাগাও এর বুকে এবার সিঙ্গাপুর ফুটবল দলকে পরাজিত করতে মরিয়া সকলে। এসবের মাঝেই এবার জাতীয় শিবিরে যোগদান করলেন কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের আরও দুই ফুটবলার।
যাদের মধ্যে রয়েছেন মোহনবাগান (Mohun Bagan ) অধিনায়ক শুভাশিস বসু এবং মাঝমাঠের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার আপুইয়া। জানা গিয়েছে ইতিমধ্যেই নাকি এই দুই ফুটবলারকে জাতীয় শিবিরের জন্য রিলিজ করে দিয়েছে সবুজ-মেরুন।