চলতি মরশুমে দারুন ছন্দে রয়েছে এটিকে মোহনবাগান (Mohun Bagan)। প্রথম দিকে দলের মধ্যে কিছুটা সমস্যা দেখা দিলেও ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে হুয়ান ফেরেন্দোর ছেলেরা। প্রথম লেগের পরে যাদের নক আউট খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল, দ্বিতীয় লেগের কেরালা ম্যাচের পর থেকেই একেবারে অন্য ছন্দে দেখা গিয়েছে তাদের।
গোটা মরশুম জুড়ে স্ট্রাইকারের সমস্যায় থাকা এই সবুজ-মেরুন ব্রিগেড ই এবারের আইএসএল চ্যাম্পিয়ন। তারা হারিয়েছে হায়দরাবাদ ও বেঙ্গালুরুর মতো শক্তিশালী দল গুলিকে। এবার সুপার কাপ। বলাবাহুল্য, সদ্য শেষ হওয়া আইএসএলে পরে দেশের এই সর্বোচ্চ কাপ টুর্নামেন্টে ও হট ফেভারিট এটিকে মোহনবাগান।
তবে এই টুর্নামেন্টে আইলিগ ও আইএসএলের দল গুলিকে মিশিয়ে খেলানো হলেও বাকিদের থেকে ধারে ভারে অনেকটাই এগিয়ে মনবীর-প্রীতমরা। তবে শুধুমাত্র কাপ জয়ে নয়। এই টুর্নামেন্ট জয় এটিকে মোহনবাগান কে নিয়ে যাবে এক অন্যমাত্রায়। আসলে, আইএসএল জয়ের পর সুপার কাপে ও নিজেদের আধিপত্য বজায় রাখতে পারলে সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছাসের পাশাপাশি আসন্ন এফসি কাপের ছাড়পত্র পাবে সবুজ-মেরুন ব্রিগেড। চলতি আইএসএলে একটুর জন্য হাত থেকে ফসকে গিয়েছিল লিগ শিল্ড ট্রফি।
যারফলে, এফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হাতছাড়া হয়েছে তাদের। সেজন্য এবার সুপার কাপ জিতে এফসি কাপের রাস্তা পাকা করতে মরিয়া বাগান শিবির। তাই গতকাল থেকেই কাপ অভিযানের জন্য অনুশীলন শুরু করল গোটা দল। মাঝখানে ভিসার সমস্যা মেটাতে কোচ হুয়ান ফেরেন্দো দেশে ফিরে গেলেও তিনি ফিরে দল নিয়ে নেমে পড়েছেন অনুশীলনে।
আগামী ১০ এপ্রিল থেকে সুপার কাপের যাত্রা শুরু করছে এটিকে মোহনবাগান। প্রথম ম্যাচে কোয়ালিফায়ার দলের মুখোমুখি হতে হবে তাদের। ১৪ এপ্রিল খেলতে হবে জামশেদপুর এফসির সঙ্গে। তারপর আগামী ১৮ ই এপ্রিল এফসি গোয়ার মুখোমুখি হয়ে সুপার কাপের গ্রুপ স্টেজ শেষ করবে প্রীতম-পেত্রাতোসরা। এখন সেদিকেই নজর সকলের।