এই সপ্তাহের দ্বিতীয় দিনেই এসিএল টুয়ের অভিযান শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল তুর্কমেনিস্তানের ফুটবল দল আহাল এফকে। ঘরের মাঠে ম্যাচ থাকায় প্রথম থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল সবুজ-মেরুন ফুটবলাররা। একেবারে প্রথম কোয়ার্টার থেকেই প্রতিপক্ষ দলকে ভালোমতো নজরে রাখছিলেন হোসে মোলিনার ছেলেরা। তারপর সময় যত এগোয় ততই নিজেদের চেনা ছন্দে ফিরতে শুরু করেছিল গত আইএসএল চ্যাম্পিয়নরা। কিন্তু ঘন ঘন আক্রমণ করেও গোলের দেখা পায়নি জেসন কামিন্সরা।
অমীমাংসিত প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেও গোলের মুখ খুলতে তৎপর ছিল দুই শিবির। তবে এক্ষেত্রে যথেষ্ট বেগ পেতে হয়েছিল তুর্কমেনিস্তানের ক্লাবকে। শেষ পর্যন্ত অন্তিম কোয়ার্টারের মাঝামাঝি সময় গোল করে যান আহালের তরুণ ফুটবলার এনওয়ার আনানিউ। তারপর আর ম্যাচে ফিরতে পারেনি সবুজ-মেরুন। সেই নিয়ে যথেষ্ট হতাশ দলের সমর্থকরা। এবারের ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের পর এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের প্রথম ম্যাচে পরাজয় এক কথায় বিরাট ধাক্কা বাগান সমর্থকদের কাছে। তবে এই হতাশা কাটিয়ে চলতি মাসের শেষেই ইরানে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে মোহনবাগান।
সেখানেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে মেরিনার্সদের। তবে এসবের মাঝে এবার কলকাতার এক অভিজাত রেস্তোরাঁয় খুশির মেজাজে দেখা যায় সবুজ-মেরুনের তিন তারকা ফুটবলারকে। যাদের মধ্যে ছিলেন দলের দুই বিদেশি ডিফেন্ডার তথা টম অলড্রেড এবং আলবার্তো রদ্রিগেজ সহ আপফ্রন্টের নয়া ফুটবলার রবসন রবিনহো। মাস কয়েক আগেই ভারতে এসেছেন বসুন্ধরা কিংসের এই প্রাক্তন তারকা। এই নতুন সিজনে ব্রাজিলের এই ফুটবলারের উপর ব্যাপক প্রত্যাশা রয়েছে সমর্থকদের। প্রথম ম্যাচে খুব একটা ছাপ ফেলতে না পারলেও খুব শীঘ্রই দলের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে চান রবিনহো।
কিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটে সেই সম্পর্কিত বেশ কিছু ছবি স্টোরিতে আপলোড করেন টম অলড্রেড। যেখানে কলকাতা শহরকে উপভোগ করার পাশাপাশি এক রেস্তোরাঁয় দেখা যায় দলের এই গুরুত্বপূর্ণ ফুটবলারদের।