বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের প্রথম সেমিফাইনাল খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী জামশেদপুর এফসির সঙ্গে। দিনকয়েক আগেই হুয়ান পেদ্রো বেনালির শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডকে পরাজিত করেছিল খালিদ জামিলের ছেলেরা। প্রথম লেগে ঘরের মাঠে সেই জয়ের ধারাই বজায় রাখতে চাইবে দেশের শিল্প নগরীর এই ফুটবল দল। সেইমতো প্রস্তুত করেছেন নিজেদের। গত ম্যাচের মত এই ম্যাচে বড় ব্যবধানে জয় নিশ্চিত করাই অন্যতম লক্ষ্য আশুতোষ মেহতাদের। অপরদিকে চোট আঘাতের সমস্যায় জর্জরিত মোহনবাগান।
Also Read | আইএসএল সেমিফাইনালে বাগানের চিন্তার ছায়া আপুইয়া-মনবীর চোট!
সপ্তাহ কয়েক আগেই জাতীয় শিবিরে অনুশীলন চলাকালীন চোট পেতে হয়েছিল ভারতীয় তারকা মনবীর সিংকে। এক কথায় যা বিরাট ধাক্কা ছিল সকলের কাছে। যদিও তাঁর অনুপস্থিতি খুব একটা প্রভাব ফেলেনি দলের পারফরম্যান্সে। কিন্তু বাগান শিবিরের জন্য যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল তাঁর চোট। তবে সময়ের সাথে সাথেই সুস্থ হয়ে উঠতে শুরু করেছিলেন জাতীয় দলের এই তারকা ফুটবলার। কিন্তু দিন কয়েক আগেই বাগান শিবিরের অনুশীলনে দৌড়াতে গিয়ে নতুন করে দেখা দেয় মনবীরের। স্বাভাবিকভাবেই তাঁকে মাঠে পাওয়া নিয়ে দেখা দিয়েছিল সংশয়।
Also Read | আইএসএল ২০২৪-২৫ সেমিফাইনাল কখন এবং কোথায় দেখবেন?
সেটাই হয়েছে এবার। বুধবার আইএসএলের প্রথম সেমিফাইনাল খেলার উদ্দেশ্যে জামশেদপুর উড়ে গিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। জেমি ম্যাকলারেন থেকে শুরু করে দিমিত্রি পেত্রাতোসের পাশাপাশি অন্যান্য ফুটবলাররা জামশেদপুর পৌঁছে গেলেও শহরে থেকে গিয়েছেন দুই তারকা। মনবীর সিং এবং আপুইয়া। যারফলে প্রথম সেমিফাইনালে বাগান জার্সিতে খেলতে দেখা যাবে না এই দুই ফুটবলারকে। আসলে দ্বিতীয় লেগে ম্যাচের আগে তাঁদের নিয়ে বাড়তি ঝুঁকি নিতে নারাজ জোসে মোলিনা।
কিন্তু সব ঠিকঠাক থাকলে আগামী ৭ ই এপ্রিল সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে দলের হয়ে খেলতে পারেন সেই দুই তারকা। এখন সেদিকেই নজর রয়েছে সকলের।