সাময়িক বিরতির পর বর্তমানে জোরকদমে অনুশীলন চালাচ্ছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে শুরু থেকেই চনমনে মেজাজে দেখা গিয়েছে সবুজ-মেরুন ফুটবলারদের। হাতে মাত্র একটা দিন। তারপর আগামী ২৩শে নভেম্বর নিজেদের ঘরের মাঠে শক্তিশালী জামশেদপুর এফসির বিপক্ষে খেলতে নামবে জোসে মোলিনার ছেলেরা। এখন এই ম্যাচের দিকেই বাড়তি নজর দিচ্ছেন বাগান কোচ জোসে মোলিনা। ওডিশার ধাক্কা ভুলে এই জামশেদপুর ম্যাচে পুরো পয়েন্ট নিশ্চিত করাই লক্ষ্য সকলের। তবে এক্ষেত্রে ফুটবলারদের চোট সমস্যা প্রথম থেকেই চাপে রেখেছে বাগান শিবিরকে।
উল্লেখ্য, গত ওডিশা ম্যাচ খেলতে গিয়েই চোটের সম্মুখীন হয়েছিলেন ভারতীয় তারকা অনিরুদ্ধ থাপা। আহমেদ জাহুর কড়া ট্যাকেলের পর মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল এই ভারতীয় মিডফিল্ডারকে। যারফলে পরবর্তী জাতীয় শিবিরে ও অংশগ্রহণ করা সম্ভব হয়নি তাঁর পক্ষে। তবে সময়ের সাথে সাথেই ফিট হয়ে উঠেছেন এই ভারতীয় মিডফিল্ডার। গত মঙ্গলবার থেকে দলের অনুশীলনে যোগদান করলেও সেই সময় মূলত ফিজিক্যাল ট্রেনিংয়ের দিকেই বাড়তি নজর দিতে দেখা গিয়েছিল দলের এই ভরসাযোগ্য ফুটবলারকে।
তবে আসন্ন জামশেদপুর ম্যাচের আগে অনেকটাই ফিট অনিরুদ্ধ থাপা। গ্ৰেগ স্টুয়ার্টের অনুপস্থিতি দলকে চিন্তায় রাখলে ও অনিরুদ্ধ থাপার রিকভারী কিছুটা হলেও স্বস্তি দেবে দলকে। প্রথমদিকে বল পায়ে সেভাবে অনুশীলন না করলেও গত বৃহস্পতিবার দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করতে দেখা যায় এই দাপুটে ফুটবলারকে। যারফলে সব ঠিকঠাক থাকলে খালিদ জামিলের দলের বিপক্ষে তাঁকে একাদশে রেখেই লড়াইয়ের ছক কষতে পারেন সবুজ-মেরুনের হেডস্যার।
এছাড়াও জাতীয় শিবিরের দায়িত্ব পালন করার পর গত বুধবার থেকেই বাগান অনুশীলনে যোগদান করেছিলেন বিশাল কাইথ থেকে শুরু করে লিস্টন কোলাসো সহ লালেংমাউয়া রালতে তথা আপুইয়া। প্রথমদিকে সামান্য কিছুটা সময় দলের সঙ্গে অনুশীলন করলেও গত বৃহস্পতিবার গোটা দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করেছেন আপুইয়া। যতদূর খবর, আসন্ন জামশেদপুর ম্যাচে তাঁকে মাঠে খুব একটা সমস্যা হবে না মোলিনার। সেক্ষেত্রে আগের মতোই শক্তিশালী মাঝমাঠ নিয়ে লড়াই করতে নামবে মোহনবাগান।