Mohun Bagan: মরসুম শেষে কী করছেন রাজ বাস্ফোর? নিজেই দিলেন আপডেট

Mohun Bagan star Raj Basfore social media update

Advertisements

২০২৩-২৪ মরসুমে জোড়া ট্রফি জিতেছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। মরসুমের শুরুতেই ক্লাবে এসেছিল ডুরান্ড কাপ। সিজনের শেষের দিকে লিগ শিল্ড জিতেছিল সবুজ মেরুন ব্রিগেড। কোচের পাশাপাশি স্কোয়াডের তরুণ ফুটবলারদের অবদান অনস্বীকার্য।

গত মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টের সিনিয়র দলের হয়ে খেলেছেন একাধিক উদীয়মান ফুটবলার। রাজ বাস্ফোর (Raj Basfore) তাদের মধ্যে অন্যতম। বাংলার উঠতি এই ডিফেন্ডার দ্রুত ফুটবল প্রেমীদের নজর কেড়েছিলেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর ওপর আস্থা রেখেছিল ক্লাব। আগামী দিনের তারকা হওয়ার মতো রসদ রাজের মধ্যে রয়েছে।

Antonio Lopez Habas: আরও এক পুরস্কার পেয়ে যেতে পারেন হাবাস

আপাতত নতুন মরসুম শুরু হওয়ার অপেক্ষা। ছুটি কাটাচ্ছেন বেশিরভাগ ফুটবলার। রাজ কী করছেন? সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। পাড়ার মাঠে খেলছেন ফুটবলার।

Advertisements

ইউনাইটেড স্পোর্টসের যুব ফুটবল অ্যাকাডেমির ফসল এই রাজ বাস্ফোর। ইতিমধ্যে তিনি পড়েছেন ভারতের জাতীয় দলের জার্সি। অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে খেলেছিলেন তিনি। সেই ম্যাচে ভারত জিতেছিল ৮-০ গোলে। রাজ ডিফেন্ডার। গোল দেওয়ার পাশাপাশি গোল হজম না করাও এক ইতিবাচক দিক ছিল সেদিনের টিম ইন্ডিয়ার খেলায়।

CFL আসন্ন, কিবু ভিকুনা এবারেও থাকছেন

তৃণমূল স্তর বা গ্রাস রুট লেভেল থেকে উঠে আসা ফুটবলাররা অনেক সময় ফুটবল মাঠ থেকে হারিয়ে যান। অতীতে কলকাতার তিন প্রধানে একাধিক উঠতি খেলোয়াড় ছিলেন। আবির্ভাবে চমকে দিয়েছিলেন অনেকে। কিন্তু কালের নিয়মে তাঁরা আজ অস্তমিত প্রায়। মাত্র ১৯ বছর বয়সে রাজ দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তাঁর উত্থানের গল্প বহু ফুটবলারকে অনুপ্রাণিত করবে।