গল্ফ খেলায় মজেছেন বাগানের এই অজি তারকা

অপ্রতিরোধ্য ফুটবলের মধ্যে দিয়ে সিজন শেষ করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। প্রথমদিকে ভালো খেলে ও ডুরান্ড কাপ হাতছাড়া হলেও পরবর্তীতে ধীরে ধীরে…

Mohun Bagan Star Jamie Maclaren Enjoys Golf After Stellar Season

অপ্রতিরোধ্য ফুটবলের মধ্যে দিয়ে সিজন শেষ করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। প্রথমদিকে ভালো খেলে ও ডুরান্ড কাপ হাতছাড়া হলেও পরবর্তীতে ধীরে ধীরে ছন্দে ফেরে কলকাতা ময়দানের এই প্রধান। আইএসএলের শুরুটা খুব একটা ভালো না হলেও সময় যত এগিয়েছে ততই অনবদ্য পারফরম্যান্স করেছে এই ফুটবল ক্লাব। একের পর এক প্রতিপক্ষ দলকে টেক্কা দিয়ে অনায়াসেই লিগ শিল্ড ঘরে তুলেছে মোহনবাগান।

Advertisements

তবে শুধুমাত্র শিল্ড নয়। টুর্নামেন্টের ফাইনালে সুনীল ছেত্রীদের শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে লিগ কাপ নিশ্চিত করেছে এই ফুটবল দল। যারফলে ভারতীয় ফুটবলে ইতিহাসে তৈরি হয়েছে নয়া রেকর্ড। শুধুমাত্র সিনিয়র দল নয়। চোখ ধাঁধানো ফুটবল খেলে রিলায়েন্স কতৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগ ও চ্যাম্পিয়ন হয়েছে ছোটরা।

বিজ্ঞাপন

যারফলে বাংলার প্রথম ফুটবল ক্লাব হিসেবে এই খেতাব জয় করেছে মোহনবাগান। যা নিঃসন্দেহে মন জয় করেছে সকলের। বড়দের পাশাপাশি দুরন্ত ছন্দে ধরা দিয়েছিল ছোটরা। এবারের কলিঙ্গ সুপার কাপের শুরুতে ও বজায় ছিল সেই ধারা। প্রথম ম্যাচে বাই পাওয়ার পর কোয়ার্টার ফাইনালে তাঁরা পরাজিত করেছিল দক্ষিণের শক্তিশালী কেরালা ব্লাস্টার্সকে। সেমিফাইনালে এফসি গোয়াকে পরাজিত করার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। বোরহা হেরেরাদের দাপুটে পারফরম্যান্সের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করতে হয়েছিল মেরিনার্সদের। সুপার কাপ হাতছাড়া হলেও দলের সক্রিয়তা নিঃসন্দেহে মন জয় করেছে সকলের।

নয়া ফুটবল সিজনে সাফল্যের এই ধারা বজায় রাখাই প্রধান লক্ষ্য সকলের কাছে। তবে এক্ষেত্রে খুব একটা বদল হয়তো দেখা যাবে না দলের মধ্যে। যারফলে শেষ মরসুমের মতো নয়া সিজনে ও দলের মধ্যে দেখা যেতে চলেছে দিমিত্রি পেত্রাতোস থেকে শুরু করে জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেনের (Jamie Maclaren) মতো ফুটবলারদের। ভারতীয় ক্লাব ফুটবলে সাফল্য পাওয়ার পাশাপাশি এবার এএফসির টুর্নামেন্টে ও ভালো ফল করার সবুজ-মেরুন ব্রিগেডের। এসবের মাঝেই মরসুম শেষে গল্ফ খেলার মাঠে ফুরফুরে মেজাজে ধরা দিলেন অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন।

কিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটে আপলোড করেছেন সেই ছবি। যেখানে ওয়াই গ্লাসের পাশাপাশি গল্ফ স্টিক হাতে দেখা গিয়েছে বাগানের এই ভরসাযোগ্য ফুটবলারকে। যা নিঃসন্দেহে মন জয় করেছে সকল সমর্থকদের।