ডুরান্ডের প্রথম ম্যাচে অনিশ্চিত বাগানের এই তারকা ফুটবলার

আগামী ৩১ জুলাই থেকে ডুরান্ড কাপ অভিযান শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মহামেডান…

Mohun Bagan Manvir Singh

আগামী ৩১ জুলাই থেকে ডুরান্ড কাপ অভিযান শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব। বহু আগে থেকেই সেজন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিল মেরিনার্সরা। জোসে মোলিনা এখনও শহরে না আসলেও রিজার্ভ দলের কোচ ডেগি কার্ডোজো এবং বাস্তব রায়ের তত্ত্বাবধানে বর্তমানে জোরকদমে অনুশীলন চালাচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড। দলের নয়া ফুটবলার তথা টেকচাম অভিষেক সিং সহ লিস্টন কোলাসো ও দীপক টাংরির মতো ফুটবলাররা আগে থেকেই যোগ দিয়েছিলেন অনুশীলনে।

শোনা যাচ্ছিল দিনকয়েক পর থেকেই দলের সঙ্গে যুক্ত হবেন বাগান অধিনায়ক শুভাশিস বসু। অবশেষে গত সোমবার থেকেই দলের সঙ্গে যুক্ত হন দেশের সেরা এই লেফট ব্যাক। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই ভরসা জোগাবে সতীর্থদের। হাতে মাত্র একটা দিন। তারপরেই ডুরান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। শোনা যাচ্ছে আসন্ন মহামেডান স্পোর্টিং ম্যাচে সবুজ-মেরুন জার্সিতে হয়তো খেলতে দেখা যাবে না জাতীয় দলের তারকা ফুটবলার মনবীর সিংকে।

   

শোনা যাচ্ছে এখনও পর্যন্ত সম্পূর্ণ ম্যাচ ফিট হয়ে উঠতে পারেননি তিনি। যারফলে হয়তো তাঁকে প্রথম একাদশের বাইরে রেখেই পরিকল্পনা সাজাবেন বাস্তব রায়। কিন্তু কে খেলতে পারেন মনবীরের বদলে ? বিশেষ সূত্র মারফত খবর এক্ষেত্রে পাসাং তামাংকে দেখা যেতে পারে প্রথম একাদশে। সেক্ষেত্রে নিজেকে আদৌও কতটা মেলে ধরতে পারবেন এখন সেটাই দেখার বিষয়।

Advertisements